০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে চার পলিথিন কারখানায় অভিযান, জরিমানা ৫ লাখ

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী ও বাকলিয়া এলাকায় র‌্যাব-৭, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। একই সঙ্গে চারটি কারখানাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে বাকলিয়া রাজাখালী এলাকায় অভিযান শুরু হয়। র‌্যাব-৭ ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসব কারখানার থেকে প্রায় এক হাজার কেজি অনুমোদনবিহীন পলিথিন জব্দ করা হয়েছে। প্রতিটি কারখানার মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিনের উৎপাদন বন্ধে অভিযান চালানো হচ্ছে।

অনুমোদনবিহীন এসব কারখানায় উৎপাদিত পলিথিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণ উপস্থিত ছিলেন। তিনি জানান, “প্রিন্টেড পলির উৎপাদনের অনুমতি থাকলেও কারখানাগুলোতে ক্লিয়ার পলিথিন উৎপাদন হচ্ছিল, যা আইনত নিষিদ্ধ। এজন্য জরিমানা ও পলিথিন জব্দ করা হয়েছে।”পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করেছে, এই কারখানা গুলো অনুমোদনবিহীনভাবে পলিথিন উৎপাদন করছিল। কারখানার কিছু কর্মচারী দাবি করেছেন, তারা শুধুমাত্র গার্মেন্টস ও নিত্যপণ্যের কাজে ব্যবহৃত পলিই উৎপাদন করতেন, যা অনুমোদন অনুযায়ী করা হতো।

এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে চার পলিথিন কারখানায় অভিযান, জরিমানা ৫ লাখ

আপডেট সময় : ০৮:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী ও বাকলিয়া এলাকায় র‌্যাব-৭, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। একই সঙ্গে চারটি কারখানাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে বাকলিয়া রাজাখালী এলাকায় অভিযান শুরু হয়। র‌্যাব-৭ ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসব কারখানার থেকে প্রায় এক হাজার কেজি অনুমোদনবিহীন পলিথিন জব্দ করা হয়েছে। প্রতিটি কারখানার মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিনের উৎপাদন বন্ধে অভিযান চালানো হচ্ছে।

অনুমোদনবিহীন এসব কারখানায় উৎপাদিত পলিথিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণ উপস্থিত ছিলেন। তিনি জানান, “প্রিন্টেড পলির উৎপাদনের অনুমতি থাকলেও কারখানাগুলোতে ক্লিয়ার পলিথিন উৎপাদন হচ্ছিল, যা আইনত নিষিদ্ধ। এজন্য জরিমানা ও পলিথিন জব্দ করা হয়েছে।”পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করেছে, এই কারখানা গুলো অনুমোদনবিহীনভাবে পলিথিন উৎপাদন করছিল। কারখানার কিছু কর্মচারী দাবি করেছেন, তারা শুধুমাত্র গার্মেন্টস ও নিত্যপণ্যের কাজে ব্যবহৃত পলিই উৎপাদন করতেন, যা অনুমোদন অনুযায়ী করা হতো।

এসএস/সবা