০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুর ম্যাচের আগে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে জাতীয় দলের প্রস্তুতি জোরদার করতে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বাফুফের জাতীয় দল কমিটির সভায় প্রীতি ম্যাচ আয়োজন ও ক্যাম্প শুরুর বিষয়ে আলোচনা হয়।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান হলেও তাঁর অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান। সভা শেষে মিডিয়াকে ব্রিফ করেন কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, “২০ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আমরা কয়েকটি দলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা করছি। হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে, সেক্ষেত্রে ম্যাচটি সিলেটে আয়োজনের সম্ভাবনাও রয়েছে।”

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীর বাড়ি হবিগঞ্জে। সিলেট অঞ্চলের দর্শকদের আন্তর্জাতিক ম্যাচ দেখার সুযোগ করে দিতে আগে ভারতের বিপক্ষে ম্যাচ সিলেটে আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ও মাঠের প্রস্তুতির কারণে তা সম্ভব হয়নি। মাত্র দেড় মাসের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নে ইমরুল হাসান বলেন, “এক মাসে অনেক কাজ করা সম্ভব। আমরা আশাবাদী, চেষ্টা করে দেখা যাক।”

ফুটবল সংশ্লিষ্টদের মতে, প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় স্টেডিয়াম ও মাঠ উন্নয়নের দিকেও গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। তবে বাস্তবতা বিবেচনায় সিঙ্গাপুর ম্যাচের আগে হোম ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামেই হওয়ার সম্ভাবনা বেশি।

প্রতিপক্ষ হিসেবে কম্বোডিয়া, পূর্ব তিমুর ও ভিয়েতনামের সঙ্গে আলোচনা চলছে। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনাম বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী নয়। পূর্ব তিমুর হোম বা অ্যাওয়ে—দুই জায়গাতেই খেলতে আগ্রহ দেখিয়েছে। আর কম্বোডিয়া তাদের হোম ভেন্যুতে ম্যাচ আয়োজন করতে চায়। বিষয়টি কয়েক দিনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বাফুফে। এ ছাড়া মালদ্বীপ জুন উইন্ডোতে চার জাতির টুর্নামেন্টে আমন্ত্রণ জানালেও এ বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত হয়নি।

জাতীয় দল প্রসঙ্গ এলেই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। সাম্প্রতিক সময়ে তাঁর কোচিং নিয়ে সমালোচনা থাকলেও আজকের সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। উল্লেখ্য, সিঙ্গাপুর ম্যাচের পরই ক্যাবরেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে।

জাতীয় দলে খেলোয়াড় ছাড়ার বিষয়েও আলোচনা হয় সভায়। বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন,“ফিফার গাইডলাইন অনুযায়ী ১৭ মার্চের পর ক্লাব ফুটবলে বিরতি রয়েছে। আশা করছি এবার ক্লাবগুলো শুরু থেকেই জাতীয় দলে খেলোয়াড় ছাড়তে সমস্যা করবে না।”

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ইউএনওকে শাসানো সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সিঙ্গাপুর ম্যাচের আগে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে জাতীয় দলের প্রস্তুতি জোরদার করতে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বাফুফের জাতীয় দল কমিটির সভায় প্রীতি ম্যাচ আয়োজন ও ক্যাম্প শুরুর বিষয়ে আলোচনা হয়।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান হলেও তাঁর অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান। সভা শেষে মিডিয়াকে ব্রিফ করেন কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, “২০ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আমরা কয়েকটি দলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা করছি। হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে, সেক্ষেত্রে ম্যাচটি সিলেটে আয়োজনের সম্ভাবনাও রয়েছে।”

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীর বাড়ি হবিগঞ্জে। সিলেট অঞ্চলের দর্শকদের আন্তর্জাতিক ম্যাচ দেখার সুযোগ করে দিতে আগে ভারতের বিপক্ষে ম্যাচ সিলেটে আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ও মাঠের প্রস্তুতির কারণে তা সম্ভব হয়নি। মাত্র দেড় মাসের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নে ইমরুল হাসান বলেন, “এক মাসে অনেক কাজ করা সম্ভব। আমরা আশাবাদী, চেষ্টা করে দেখা যাক।”

ফুটবল সংশ্লিষ্টদের মতে, প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় স্টেডিয়াম ও মাঠ উন্নয়নের দিকেও গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। তবে বাস্তবতা বিবেচনায় সিঙ্গাপুর ম্যাচের আগে হোম ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামেই হওয়ার সম্ভাবনা বেশি।

প্রতিপক্ষ হিসেবে কম্বোডিয়া, পূর্ব তিমুর ও ভিয়েতনামের সঙ্গে আলোচনা চলছে। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনাম বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী নয়। পূর্ব তিমুর হোম বা অ্যাওয়ে—দুই জায়গাতেই খেলতে আগ্রহ দেখিয়েছে। আর কম্বোডিয়া তাদের হোম ভেন্যুতে ম্যাচ আয়োজন করতে চায়। বিষয়টি কয়েক দিনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বাফুফে। এ ছাড়া মালদ্বীপ জুন উইন্ডোতে চার জাতির টুর্নামেন্টে আমন্ত্রণ জানালেও এ বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত হয়নি।

জাতীয় দল প্রসঙ্গ এলেই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। সাম্প্রতিক সময়ে তাঁর কোচিং নিয়ে সমালোচনা থাকলেও আজকের সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। উল্লেখ্য, সিঙ্গাপুর ম্যাচের পরই ক্যাবরেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে।

জাতীয় দলে খেলোয়াড় ছাড়ার বিষয়েও আলোচনা হয় সভায়। বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন,“ফিফার গাইডলাইন অনুযায়ী ১৭ মার্চের পর ক্লাব ফুটবলে বিরতি রয়েছে। আশা করছি এবার ক্লাবগুলো শুরু থেকেই জাতীয় দলে খেলোয়াড় ছাড়তে সমস্যা করবে না।”

শু/সবা