রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের তৃতীয় দিনের মতো চলছে মনোনয়ন বিতরণ। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয়েছে মনোনয়ন বিতরণ। এখন পর্যন্ত মনোনয়ন নিয়েছেন ২৯ জন। ভিপি পদে ২ জন, জিএস পদে ৩ জন এছাড়া অন্যান্য পদে মনোনয়ন নিয়েছেন আরো ২৪ জন শিক্ষার্থী।
সকাল থেকেই প্রার্থীরা দলে দলে এসে মনোনয়ন নিচ্ছেন। কেউ বন্ধুবান্ধব নিয়ে কেউবা আসছেন স্ত্রী নিয়ে। তবে এখনো কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কেউ মনোনয়ন নেননি। যারা নিয়েছেন তারা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন।
জিএস (সাধারণ সম্পাদক) পদে মনোনয়ন নেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, আজকের পরিবেশটা অনেক আমেজপূর্ণ তবে অনেকে এখনো মনোনয়ন নেননি। অনেকে দেখছি শোডাউন দিয়ে মনোনয়ন নিচ্ছেন তবে আমি এই কালচার থেকে বেড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছি। নির্বাচন নিয়ে আমি আশাবাদী। আমার কন্ঠস্বর হবে সাধারণ শিক্ষার্থী।
সহকারী সমাজকল্যাণ সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এস এম রিজন। তিনি বলেন, আমার মনে হচ্ছে প্রশাসনের বেশ ঘাটতি আছ। কোন ধরনের সেমিনার, কোন ধরনের লিফলেট, কোন ধরনের প্রচারণা নাই। এটা মনে হচ্ছে কোন একটা ক্লাবের নির্বাচন। শিক্ষার্থীদের মধ্যে যে একটা আমেজ তৈরি হবে সেটার কোন উদ্যোগ প্রশাসন নিচ্ছে না। তবে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেল মিলে বেশ উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আজকে যারা ফর্ম তুলতে আসছে তারা আমাদের অত্যন্ত আনন্দিত করছে। শিক্ষার্থীদের যে উৎসাহ, উদ্দীপনা, অংশগ্রহণ সেটা সত্যিই প্রশংসনীয়। তারা যে ৩৫ বছর যে বঞ্চনার শিকার তার একটা প্রতিফলন হতে যাচ্ছে। আমি আশা করি অত্যন্ত সুন্দর একটা রাকসু আমাদের শিক্ষার্থীরা উপহার দিবে।
আমরা তাদের অক্সিলারি ফোর্স হিসেবে সাহায্য করব।
এসএস/সবা
শিরোনাম
শেষ দিনের মতো চলছে রাকসুর মনোনয়ন বিতরণ; ফিরছে নির্বাচনী আমেজ
-
রাবি প্রতিনিধি - আপডেট সময় : ০৭:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- ।
- 69
জনপ্রিয় সংবাদ


























