০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভিপি নুরের উদ্দেশ্যে জয় বললেন, এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ

দেশের জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ের পাশাপাশি দেশের সমসাময়িক নানা ইস্যুতে নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে বেশ সরব থাকতে দেখা যায় তাকে। সোজাসাপ্টা কথা বলা বলার জন্য তার বিশেষ পরিচিতি আছে।

এবার ভিপি নুরকে নিয়ে মুখ খুলেছেন এ উপস্থাপক-অভিনেতা। গতকাল শনিবার (৩০ আগস্ট) ভিপি নুরকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন জয়। সেখানে তিনি লেখেন, ‘‘ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। আউটডোরে। টানা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছিল। আপনি সুস্থ হন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।’’

জয়ের এমন কথায় তার পোস্টে অনেকেই নানারকম মন্তব্য করেছেন। কেউ কেউ এই সময়ে জয়ের এমন পোস্ট করা নিয়ে তাকে টিটকারিও করেছেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুর। পরে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে এলপি গ্যাসের হাহাকার

ভিপি নুরের উদ্দেশ্যে জয় বললেন, এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ

আপডেট সময় : ০৪:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

দেশের জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ের পাশাপাশি দেশের সমসাময়িক নানা ইস্যুতে নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে বেশ সরব থাকতে দেখা যায় তাকে। সোজাসাপ্টা কথা বলা বলার জন্য তার বিশেষ পরিচিতি আছে।

এবার ভিপি নুরকে নিয়ে মুখ খুলেছেন এ উপস্থাপক-অভিনেতা। গতকাল শনিবার (৩০ আগস্ট) ভিপি নুরকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন জয়। সেখানে তিনি লেখেন, ‘‘ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। আউটডোরে। টানা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছিল। আপনি সুস্থ হন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।’’

জয়ের এমন কথায় তার পোস্টে অনেকেই নানারকম মন্তব্য করেছেন। কেউ কেউ এই সময়ে জয়ের এমন পোস্ট করা নিয়ে তাকে টিটকারিও করেছেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুর। পরে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এমআর/সবা