চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) অনার বোর্ডে সাবেক সাধারণ সম্পাদক ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নাম এক দশক পর পুনঃপ্রকাশিত হয়েছে।
২০১৫ সালে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তার নাম কালো কালি দিয়ে ঢেকে দিয়েছিলেন। পরে ছবি সরানো এবং তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ সময় নামটি অনার বোর্ডে ঢাকা ছিল।
চাকসু নির্বাচনের প্রস্তুতির সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের সমালোচনার পর প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে ১৮ সেপ্টেম্বর নাম পুনর্লিখন করেছে।
মান্না বলেন, “বিগত প্রশাসনের মদদে নাম মুছে ফেলা হয়েছিল। আজ সত্য প্রতিষ্ঠিত হয়েছে, আমি আনন্দিত।”
উল্লেখ্য, ১৯৭২ সালে জাসদ ছাত্রলীগের প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মান্না। পরে ডাকসুর ইতিহাসে একমাত্র দু’বারের ভিপি নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েন তিনি।
এমআর/সবা

























