০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অন্যায়-বেআইনি কোনো নির্দেশনা দেবো না: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যায় বা বেআইনি কোনো নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি পরিবারের প্রধানের মতো দায়িত্ববোধ নিয়ে কাজ করি। আমরা কোনো দলের পক্ষে কাজ করব না, আইন মেনে সঠিক কাজ নিশ্চিত করব।”

সিইসি আরও বলেন, কর্মকর্তাদের হাতে হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ নিতে হবে। “আপনারা কারও পক্ষে কাজ করবেন না। বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থাপনায় কাজ করতে হবে,” তিনি যোগ করেন।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। তিনি প্রবাসে ভোটার কার্যক্রমে ইসি কর্মকর্তাদের নিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচার রোধের জন্য স্কুল-কলেজ পর্যায়ের সচেতনতামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া নির্বাচনী প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় পদোন্নতি ও আচরণবিধি প্রয়োগের মাধ্যমে কর্মকর্তা ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করার প্রয়োজনীয়তার কথাও সিইসি ও অনুষ্ঠানের অন্যান্য বক্তারা উল্লেখ করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশফাকুর রহমান বলেন, “কমিশন যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, আমরা মাঠের কর্মকর্তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করব। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে চাই।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

অন্যায়-বেআইনি কোনো নির্দেশনা দেবো না: সিইসি

আপডেট সময় : ০৫:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যায় বা বেআইনি কোনো নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি পরিবারের প্রধানের মতো দায়িত্ববোধ নিয়ে কাজ করি। আমরা কোনো দলের পক্ষে কাজ করব না, আইন মেনে সঠিক কাজ নিশ্চিত করব।”

সিইসি আরও বলেন, কর্মকর্তাদের হাতে হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ নিতে হবে। “আপনারা কারও পক্ষে কাজ করবেন না। বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থাপনায় কাজ করতে হবে,” তিনি যোগ করেন।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। তিনি প্রবাসে ভোটার কার্যক্রমে ইসি কর্মকর্তাদের নিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচার রোধের জন্য স্কুল-কলেজ পর্যায়ের সচেতনতামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া নির্বাচনী প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় পদোন্নতি ও আচরণবিধি প্রয়োগের মাধ্যমে কর্মকর্তা ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করার প্রয়োজনীয়তার কথাও সিইসি ও অনুষ্ঠানের অন্যান্য বক্তারা উল্লেখ করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশফাকুর রহমান বলেন, “কমিশন যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, আমরা মাঠের কর্মকর্তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করব। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে চাই।”

এমআর/সবা