চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের পূর্বে ক্যাম্পাসের অকেজো সিসিটিভি মেরামত ও নির্বাচনী নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা চালু রাখাসহ কিছু দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’।
সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন (রনি) বলেন, বহিরাগত নিয়ন্ত্রণ, ভোট কেন্দ্র নিরাপত্তা ও পোলিং এজেন্ট সংক্রান্ত অস্পষ্টতা দ্রুত সমাধান করা প্রয়োজন। এছাড়াও অনাবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে শাটল সার্ভিস বৃদ্ধি ও বাস রুট জানানো প্রয়োজন।
তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য ক্যাম্পাসের সকল সিসিটিভি সচল ও ভোটগ্রহণ থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন রাখতে হবে।”
এমআর/সবা

























