০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাকসু নির্বাচন: এলইডি বন্ধ ও ভোট কারচুপির অভিযোগে উত্তেজনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নতুন কলা অনুষদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এলইডি স্ক্রিন বন্ধ থাকা ও ভোট কারচুপির অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে নতুন কলা অনুষদের সামনে উত্তেজনা দেখা দেয়। ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেন, একাধিক কেন্দ্রে এলইডি স্ক্রিন বন্ধ করে ভোট প্রক্রিয়ায় কারচুপি করা হচ্ছে। একই সঙ্গে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

অন্যদিকে, ছাত্রশিবিরের নেতাকর্মীরা দাবি করেন, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে নির্বাচনের পরিবেশ অস্থির করার চেষ্টা করছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে এখনও পুশিল সদস্য এবং সাংবাদিকদের সাথে ছাত্রদল নেতাকর্মীরা বাগবিতণ্ডায় লিপ্ত আছেন।

এ ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

চাকসু নির্বাচন: এলইডি বন্ধ ও ভোট কারচুপির অভিযোগে উত্তেজনা

আপডেট সময় : ০৭:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নতুন কলা অনুষদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এলইডি স্ক্রিন বন্ধ থাকা ও ভোট কারচুপির অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে নতুন কলা অনুষদের সামনে উত্তেজনা দেখা দেয়। ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেন, একাধিক কেন্দ্রে এলইডি স্ক্রিন বন্ধ করে ভোট প্রক্রিয়ায় কারচুপি করা হচ্ছে। একই সঙ্গে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

অন্যদিকে, ছাত্রশিবিরের নেতাকর্মীরা দাবি করেন, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে নির্বাচনের পরিবেশ অস্থির করার চেষ্টা করছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে এখনও পুশিল সদস্য এবং সাংবাদিকদের সাথে ছাত্রদল নেতাকর্মীরা বাগবিতণ্ডায় লিপ্ত আছেন।

এ ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এমআর/সবা