স্বতন্ত্র নার্সিং প্রশাসন ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার প্রচেষ্টার প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) দিনাজপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সময়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনেও ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির ধারাবাহিকতায় নার্সিং প্রশাসন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অথচ এখন এ স্বতন্ত্র প্রশাসন বিলুপ্ত করে অন্য দপ্তরে একীভূত করার অপচেষ্টা চলছে, যা নার্সিং খাতের জন্য অমঙ্গলজনক।
তারা অবিলম্বে ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে— নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির উদ্যোগ বন্ধ, জাতীয় নার্সিং কমিশন গঠন, যুগোপযোগী নিয়োগবিধি ও অর্গানোগ্রাম অনুমোদন, সুপারিনটেনডেন্ট পদ ৭ম থেকে ৫ম গ্রেডে উন্নীতকরণ এবং নার্সিং সুপারভাইজার ও ইন্সট্রাক্টর পদ ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীত করা।
মানববন্ধনে বক্তব্য দেন বিএনএ দিনাজপুর জেলা শাখার সভাপতি লায়লা আরজুমান, সহসভাপতি মঞ্জুরুল ইসলাম সিয়াম, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ, ছাত্র প্রতিনিধি মোছাঃ শাহনাজ পারভীন, স্বাস্থ্য পরিদর্শক নাসরিন প্রমুখ।
এ সময় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও নার্সিং কলেজের শতাধিক নার্সিং কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এমআর/সবা






















