০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসি যেন শুধু ভারতের না হয়, বাংলাদেশকে সমর্থন আফ্রিদির

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, বর্তমান পরিস্থিতিতে বিসিবির নেওয়া সিদ্ধান্ত পুরোপুরি সঠিক এবং যৌক্তিক।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এই প্রসঙ্গে আফ্রিদি বলেন, ভেন্যু পরিবর্তনের সংস্কৃতি ভারতই প্রথম শুরু করেছে, যা ক্রিকেটের জন্য লজ্জাজনক।

তিনি বলেন, ভারতের সঙ্গে অন্য দেশগুলোর যোগাযোগ কমে আসছে এবং বাংলাদেশের সিদ্ধান্ত তাই যথার্থ।
আফ্রিদির অভিযোগ, টাকার প্রভাব খাটিয়ে ভারত ক্রিকেটকে নিজের মতো করে পরিচালনা করছে। তার মতে, ক্রিকেটকে এগিয়ে নিতে হলে আইসিসির মধ্যে ভারতের প্রতি অতিরিক্ত পক্ষপাতিত্ব কমাতে হবে। তিনি বলেন, আইসিসিতে ভালো চিন্তাধারার মানুষ আছেন, তবে মনে রাখতে হবে আইসিসি শুধু ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

সবার অংশগ্রহণ নিশ্চিত করাই এর মূল দায়িত্ব। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আরও বলেন, আইসিসি ভারতের দিকে বেশি ঝুঁকে থাকে, এই প্রবণতা দ্রুত বন্ধ করতে হবে। নইলে ক্রিকেটের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান বাস্তবতায় বাংলাদেশের জন্য ভেন্যু পরিবর্তন করাটাই একমাত্র সঠিক পথ বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশে গত শনিবার তাকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

এই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ সরকারও কড়া অবস্থান নিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আইসিসি যেন শুধু ভারতের না হয়, বাংলাদেশকে সমর্থন আফ্রিদির

আপডেট সময় : ০৮:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, বর্তমান পরিস্থিতিতে বিসিবির নেওয়া সিদ্ধান্ত পুরোপুরি সঠিক এবং যৌক্তিক।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এই প্রসঙ্গে আফ্রিদি বলেন, ভেন্যু পরিবর্তনের সংস্কৃতি ভারতই প্রথম শুরু করেছে, যা ক্রিকেটের জন্য লজ্জাজনক।

তিনি বলেন, ভারতের সঙ্গে অন্য দেশগুলোর যোগাযোগ কমে আসছে এবং বাংলাদেশের সিদ্ধান্ত তাই যথার্থ।
আফ্রিদির অভিযোগ, টাকার প্রভাব খাটিয়ে ভারত ক্রিকেটকে নিজের মতো করে পরিচালনা করছে। তার মতে, ক্রিকেটকে এগিয়ে নিতে হলে আইসিসির মধ্যে ভারতের প্রতি অতিরিক্ত পক্ষপাতিত্ব কমাতে হবে। তিনি বলেন, আইসিসিতে ভালো চিন্তাধারার মানুষ আছেন, তবে মনে রাখতে হবে আইসিসি শুধু ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

সবার অংশগ্রহণ নিশ্চিত করাই এর মূল দায়িত্ব। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আরও বলেন, আইসিসি ভারতের দিকে বেশি ঝুঁকে থাকে, এই প্রবণতা দ্রুত বন্ধ করতে হবে। নইলে ক্রিকেটের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান বাস্তবতায় বাংলাদেশের জন্য ভেন্যু পরিবর্তন করাটাই একমাত্র সঠিক পথ বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশে গত শনিবার তাকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

এই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ সরকারও কড়া অবস্থান নিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।

এমআর/সবা