ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিষয় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনকে নির্ধারিত তারিখে অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সন্ধ্যায় ঘণ্টাব্যাপী বৈঠকে বিশেষ গুরুত্ব পায় আসন্ন জাতীয় নির্বাচন। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, “এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এটা ধরে নিয়েই ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে।”
এর আগে দিনভর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অংশ নেন তারেক রহমান। বিকেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, “তারেক রহমানের ধারাবাহিক বৈঠক ও দিক নির্দেশনা আসন্ন ত্রয়োদশ নির্বাচনে দলকে কাঙ্ক্ষিত ফলে এগিয়ে নেবে।”
শু/সবা
























