দেশে ফেরার পর প্রথমবার ঢাকার বাইরে সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে ১১ জানুয়ারি বগুড়া ও ১৮ জানুয়ারি কক্সবাজার যাবেন তিনি। সম্প্রতি দলটির নেতৃবৃন্দ সূত্রে এ তথ্য জানা গেছে।
বগুড়া সফরের বিষয়ে রোববার (৪ জানুয়ারি) রাতে বগুড়ার বিএনপির নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় পৌঁছে রাত যাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত গণ দোয়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর তিনি রংপুরের উদ্দেশে রওনা হবেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, ১২ জানুয়ারি সকালে গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ারের (রহ.) মাজারে যাবেন।
সেখানে মাজার জিয়ারত শেষে তিনি রংপুরের উদ্দেশে রওনা দেবেন। রংপুরে তিনি জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
এদিকে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার যাবেন তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে যাবেন তিনি। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর আগামী ১৮ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।’
ইউসুফ বদরী বলেন, ‘তারেক রহমান ‘‘সবার আগে বাংলাদেশ’’ গাড়িতে করে কক্সবাজারে কোথায় কোথায় যাবেন; কী কী কর্মসূচি রয়েছে এসব স্থান পরিদর্শন করা হচ্ছে। বিষয়গুলো দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানানো হবে। এরপরই দলীয়ভাবে তারেক রহমানের কক্সবাজার সফরসূচি ঘোষণা করা হবে। তবে আসার সম্ভাবনা বেশি।’
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পর দেশে আসা তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে চলেছেন, এটা জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।’
এর আগে গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন তাকে রাজধানীর ৩০০ ফিটে অভ্যর্থনা জানায় লাখ লাখ মানুষ ও নেতাকর্মী।
এমআর/সবা

























