০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুই দিনের বিরতি পর কাল মাঠে ফিরছে নারী ফুটবল লিগ

দুই রাউন্ডের ম্যাচ শেষ হওয়ার পর দুই দিনের বিরতি কাটিয়ে আবার মাঠে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল লিগ। আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে তৃতীয় রাউন্ডের খেলা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে একদিনেই অনুষ্ঠিত হবে পাঁচটি ম্যাচ।

দিনের খেলা শুরু হবে সকাল ১০টায়।

প্রথম ম্যাচে মুখোমুখি হবে নাসরিন স্পোর্টস একাডেমি ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। এরপর সোয়া ১২টায় মাঠে নামবে বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব ও আনসার ভিডিপি। সন্ধ্যা পর্যন্ত টানা ম্যাচ চলবে। দিনের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়, যেখানে রাজশাহী স্টার্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।
লিগ টেবিলে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব। দুটি ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে সিরাজ স্মৃতি সংসদ। এক ম্যাচ খেলে জয় তুলে নিয়ে তিন পয়েন্ট সংগ্রহ করেছে রাজশাহী স্টার্স।

সদ্যপুস্করিনী ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবও দুটি ম্যাচে একটি করে জয় পেয়েছে।
দীর্ঘ প্রায় দেড় বছর পর গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এবারের নারী ফুটবল লিগকে ঘিরে শুরু থেকেই নানা আলোচনা ও সমালোচনা রয়েছে। বাফুফের ব্যবস্থাপনায় আয়োজিত লিগের শুরু দিকের ম্যাচগুলোতে অব্যবস্থাপনা এবং স্টেডিয়ামের ফ্লাডলাইট সমস্যা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে তৃতীয় রাউন্ড শুরুর আগে এসব ঘাটতি দূর হবে বলে আশাবাদী ফুটবলপ্রেমী ও সংশ্লিষ্টরা।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

দুই দিনের বিরতি পর কাল মাঠে ফিরছে নারী ফুটবল লিগ

আপডেট সময় : ০৮:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

দুই রাউন্ডের ম্যাচ শেষ হওয়ার পর দুই দিনের বিরতি কাটিয়ে আবার মাঠে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল লিগ। আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে তৃতীয় রাউন্ডের খেলা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে একদিনেই অনুষ্ঠিত হবে পাঁচটি ম্যাচ।

দিনের খেলা শুরু হবে সকাল ১০টায়।

প্রথম ম্যাচে মুখোমুখি হবে নাসরিন স্পোর্টস একাডেমি ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। এরপর সোয়া ১২টায় মাঠে নামবে বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব ও আনসার ভিডিপি। সন্ধ্যা পর্যন্ত টানা ম্যাচ চলবে। দিনের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়, যেখানে রাজশাহী স্টার্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।
লিগ টেবিলে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব। দুটি ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে সিরাজ স্মৃতি সংসদ। এক ম্যাচ খেলে জয় তুলে নিয়ে তিন পয়েন্ট সংগ্রহ করেছে রাজশাহী স্টার্স।

সদ্যপুস্করিনী ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবও দুটি ম্যাচে একটি করে জয় পেয়েছে।
দীর্ঘ প্রায় দেড় বছর পর গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এবারের নারী ফুটবল লিগকে ঘিরে শুরু থেকেই নানা আলোচনা ও সমালোচনা রয়েছে। বাফুফের ব্যবস্থাপনায় আয়োজিত লিগের শুরু দিকের ম্যাচগুলোতে অব্যবস্থাপনা এবং স্টেডিয়ামের ফ্লাডলাইট সমস্যা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে তৃতীয় রাউন্ড শুরুর আগে এসব ঘাটতি দূর হবে বলে আশাবাদী ফুটবলপ্রেমী ও সংশ্লিষ্টরা।

এমআর/সবা