যশোরের কেশবপুরে থাই গ্লাস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তুহিন হোসেন (৩০) নামে এক থাই মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ভবনের চতুর্থ তলায় এ ঘটনাটি ঘটে। নিহত তুহিন পাশের মণিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের আজিজ সরদারের ছেলে। এ সময় মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে থাই মিস্ত্রী আবু সাঈদ (৩৩) আহত হন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন আনিসুর রহমানের নির্মাণাধীন পাঁচতলা ভবনের চতুর্থ তলায় শনিবার দুপুরে জানালায় থাই গ্লাস লাগানোর কাজ করছিলেন থাই মিস্ত্রী তুহিন হোসেনসহ অন্য মিস্ত্রিরা। কাজ করার সময় ভবনের পাশের ৩৩ হাজার ভোল্টের কভার দেওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তুহিন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বিদ্যুতের তারের উপর থেকে মৃত অবস্থায় তুহিন হোসেনের মরদেহ উদ্ধার করেন। এ ছাড়া স্থানীয়রা আহত থাই মিস্ত্রী আবু সাঈদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
কেশবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের উপর থেকে মৃত অবস্থায় তুহিন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত তুহিন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এমআর/সবা























