সাজেকে দুর্গম পাহাড়ে বসবাসরত গরিব ও দুস্থদের মাঝে ৫৪ বিজিবি শীতবস্ত্র বিতরণ করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় গন্ডাছড়া বিওপির কমান্ডার নায়ক সুবেদার মোঃ আবু বক্কর সিদ্দিক শীতবস্ত্র বিতরণ করেন। এই কার্যক্রমে পাহাড়ে বসবাসরত নিগোষ্ঠীর অসহায় মানুষরা উপকৃত হন।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, “এই প্রচন্ড শীতে অসহায় গরিবদের প্রতি আমাদের সহমর্মিতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র প্রাপ্ত গন্ডাছড়া পড়ার স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






















