স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ, বাংলাদেশের সরকারি অনুমোদিত (সি আর) অন্যতম সাহিত্য সংগঠন, ময়মনসিংহ বিভাগে নবগঠিত কমিটি ঘোষণা করেছে। ২০২৬ সালের জন্য কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কবি ও লেখক জীবন চক্রবর্তী, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লেখক নয়ন নাহা। স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ-এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কে এম সফর আলী আজ (২রা জানুয়ারি ২০২৬) এই পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেছেন।
প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী আশা প্রকাশ করেছেন যে, বৃহত্তর ময়মনসিংহের এই কমিটি দেশের সাহিত্যাঙ্গনে দক্ষ ও সুনামের সঙ্গে কাজ করবে।
উপদেষ্টা মণ্ডলী-হানিফ রাজা, আনসার উদ্দিন ভূঁইয়া, সজীম শাইন, শাহীন শাহ্, আল আমিন মণ্ডল।
কার্যনির্বাহী কমিটি
সভাপতি: জীবন চক্রবর্তী
সহ-সভাপতি: বিনয় দেবনাথ, পারভেজ সরকার
সাধারণ সম্পাদক: নয়ন নাহা
যুগ্ম সাধারণ সম্পাদক: আদর আল আমিন, শাসছুন নাহার
সাংগঠনিক সম্পাদক: মনিকা শুকান্তরাল
সহ-সাংগঠনিক সম্পাদক: শারমিন সরকার, এস এম রায়হান
প্রচার ও প্রকাশনা সম্পাদক: কবি হাজ্জাজ ফকির
দপ্তর ও অর্থ সম্পাদক: শা ই রোকন
সাহিত্য সম্পাদক: মোঃ আতিকুল ইসলাম
সাংস্কৃতিক সম্পাদক: হাফসা ইসলাম মোহা
সমাজকল্যাণ সম্পাদক: এড রিনা আক্তার
আবৃত্তি সম্পাদক: জান্নাতুন নাহার নুপুর
শিক্ষা সম্পাদক: আইরিন আক্তার
আইন সম্পাদক: সোম ঘোষ মনিকা
নারী ও শিশু সম্পাদক: ফারাবী আক্তার
তথ্য প্রযুক্তি সম্পাদক: হালিমা সুলতানা
ধর্ম সম্পাদক: মোঃ মিজানুর রহমান
নির্বাহী সদস্য: মোঃ রায়হান, মোহাম্মদ শাহীন, আব্দুল্লাহ আল মাহদী, সাইদ আরমান ইমন
নতুন এই কমিটি ময়মনসিংহে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এমআর/সবা


























