সাফ উইমেন’স ফুটসালে ভারতের বিপক্ষে দাপুটে জয়ের সেই ছন্দ ধরে রাখতে পারল না বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে এক পর্যায়ে হারের শঙ্কায় পড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে অধিনায়ক সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুরা পারভীনের অসাধারণ প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ৩-৩ ড্র নিয়ে মাঠ ছেড়েছে সাঈদ খোদারাহমির শিষ্যরা।
শনিবার (১৭ জুলাই) ননথাবুরি হলে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করে ভুটান। পঞ্চম মিনিটেই জামিয়াং চোডেনের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে সমতায় ফিরতে সময় লাগেনি। এর মাত্র দুই মিনিট পর সুমাইয়া মাতসুশিমার দূরপাল্লার জোরালো শট খুঁজে নেয় ভুটানের জাল।
দ্বিতীয়ার্ধে লড়াই আরও তীব্র হয়। ষষ্ঠ মিনিটে সোনম লাহমোর গোলে আবারও লিড নেয় ভুটান। এর কিছুক্ষণ পর বাংলাদেশের গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসার সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সোনম। ফলে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে হারের মুখে পড়ে বাংলাদেশ।
ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট বাকি থাকতে জাদুকরী পারফরম্যান্স দেখান অধিনায়ক সাবিনা খাতুন। মাঝমাঠ থেকে একাই বল কাটিয়ে নিখুঁত শটে ব্যবধান কমিয়ে ৩-২ করেন তিনি। এর কিছুক্ষণ পরই একক প্রচেষ্টায় বল কেড়ে নিয়ে দারুণ এক গোল করে দলকে ৩-৩ সমতায় ফেরান মাসুরা পারভীন।
শেষ দিকে বাংলাদেশ আক্রমণের ধারা বজায় রাখলেও জয়সূচক গোলটি আর পাওয়া হয়নি।
দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ৪ পয়েন্ট। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী সোমবার নেপালের মুখোমুখি হবে সাবিনারা।
এমআর/সবা
























