০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যারা ব্যবসার নামে সরকারি কর ফাঁকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, যদি দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে এনসিপিসহ ১০ দলীয় জোট সারা দেশে প্রতিবাদ জানাবে।

তিনি আরও বলেন, “দিন শেষে যতই ‘না’ ভোটের প্রচারণা চালানো হোক, বাংলাদেশের জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। নতুন বাংলাদেশ, সংস্কারের পক্ষে জনগণ তাদের চূড়ান্ত রায় প্রদান করবে। আপামর জনতা, শিক্ষক, কৃষক, আলেম, নারী, হিন্দু-মুসলমানসহ সকল শ্রেণির মানুষ গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় অংশ নেবে।”

এছাড়া শহীদ হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিস্ট লীগ ও তাদের সহযোগীদের বাংলাদেশের মাটিতে বিচারের মুখোমুখি করা হবে বলেও তিনি জানান।

সংবাদটিতে উল্লেখ করা হয়েছে, জিয়ারতের পর আখতার হোসেন ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন

আপডেট সময় : ০৯:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যারা ব্যবসার নামে সরকারি কর ফাঁকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, যদি দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে এনসিপিসহ ১০ দলীয় জোট সারা দেশে প্রতিবাদ জানাবে।

তিনি আরও বলেন, “দিন শেষে যতই ‘না’ ভোটের প্রচারণা চালানো হোক, বাংলাদেশের জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। নতুন বাংলাদেশ, সংস্কারের পক্ষে জনগণ তাদের চূড়ান্ত রায় প্রদান করবে। আপামর জনতা, শিক্ষক, কৃষক, আলেম, নারী, হিন্দু-মুসলমানসহ সকল শ্রেণির মানুষ গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় অংশ নেবে।”

এছাড়া শহীদ হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিস্ট লীগ ও তাদের সহযোগীদের বাংলাদেশের মাটিতে বিচারের মুখোমুখি করা হবে বলেও তিনি জানান।

সংবাদটিতে উল্লেখ করা হয়েছে, জিয়ারতের পর আখতার হোসেন ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

শু/সবা