ঢালিউড পাড়ায় আবারও আলোচনার কেন্দ্রে জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তবে এবার কোনো সিনেমার ঘোষণা বা শুটিং নিয়ে নয়, বরং তার মা হওয়ার গুঞ্জন নিয়ে উত্তাল শোবিজ অঙ্গন। প্রথম সন্তান বীরের জন্মের পাঁচ বছর পার হতে না হতেই বুবলী দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন এমন খবর এখন টক অফ দ্য টাউন।
সম্প্রতি এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেও সরাসরি কোনো উত্তর না দিয়ে বিষয়টি রহস্যের জালে আটকে রেখেছেন এই নায়িকা। গত বছরের শেষভাগে প্রাক্তন স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটিয়েছেন বুবলী। সাথে ছিল তাদের পুত্র শেহজাদ খান বীর।

সেখান থেকে ফেরার পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। সম্প্রতি এক অনুষ্ঠানে সাদা রঙের পোশাকে হাজির হন তিনি। সেখানে বুবলীর চলাফেরার ভঙ্গি এবং শারীরিক অবয়ব দেখে নেটিজেনদের মনে সেই জল্পনা আরও জোরালো হয়।
দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে বুবলী কৌশলী অবস্থান নেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল থাকা স্বাভাবিক, আমি তাকে সম্মান করি। সাংবাদিক ভাই ও বোনেরা দর্শকদের সেই কৌতূহলই আমাদের কাছে পৌঁছে দেন। তবে আমার মনে হয়, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন। আজ যেহেতু একটি উৎসবের মঞ্চে দাঁড়িয়ে আছি, তাই এই আলোচনা আপাতত এখানেই থাক।’
তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায় আমার কোনো মন্তব্য না নিয়েই আমার নামে বক্তব্য জুড়ে দেওয়া হয়। শুটিংয়ে থাকলে সবসময় ফোন ধরা সম্ভব হয় না, তাই বলে কথা না বলেই নিজের মতো বক্তব্য তৈরি করে দেওয়াটা সত্যিই দুঃখজনক। অন্তত একটা মেসেজ বা বার্তার মাধ্যমে আমার মতামত নেওয়া উচিত ছিল।’
এমআর/সবা

























