০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আদিল সাদের কবিতা

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৩:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • 219

আমি ও আমার কবিতা : কবিতা মানেই প্রেম, আরাধনা। যে কবিতাই বেশি সুন্দর তার আরাধনা তত বেশী শক্তিশালী। কবিতার গভীরে যাওয়া সমুদ্রের বিশালতাকে জয় করার সমান। সব প্রযুক্তির আবিষ্কারের চেয়ে কবিতার আবিষ্কার কঠিন। কবিতা তখনই অনিন্দ্য সুন্দর হয়, যখন পৃথিবীতে সব প্রতিবন্ধকতা জয় করে শান্তির পথে মানুষের মন মানসিকতার বিকাশ ঘটে। সৃষ্টিতে বিশ্বাসী তাই কবিতাকে আরাধনা হিসাবেই নেই, এ কবিতা দুঃখকে পরাজিত করে, কাঁচের টুকরার মতোন নিজেকে ভেঙে স্বচ্ছতা দেয়, দুঃখ, কষ্ট, বিষাদ, হাসি, কান্নার জোয়ার। কখনো প্রতিবাদী করে, কখনো দূরত্বের এক আকাশকে ছোট করে দেয় এ কবিতা। ঢেউয়ের স্নানে সব মুছে নতুন করে চলতে আশা দেখায় এ কবিতা। আমরা ভাবনা সমস্ত দুয়ারে-দুয়ারে প্রশান্তি দেয় কবিতার এক একটি নতুন লাইন।

দূরত্ব

মনে পড়লেই দুঃখ বাড়ে
ভুলে থাকা যায় না
কাছে গেলেই দূরত্ব বাড়ে
প্রিয় হওয়া হয় না।

আকাশ মেঘলা হলে বৃষ্টি হয়

আকাশ মেঘলা হলে কি বৃষ্টি হয়?
রোদের লুকোচুরি ঝলকে এক মুঠো আলো,
কেনো হৃদয়ের গহীনে ছুঁয়ে যায়; সেটা কি প্রেম?
নাকি কোনো নারীর ছলনা, না আবার স্বপ্নের
এক একটি চিঠির রঙ্গিন খাম, যা কিছুই বুঝি না
শুধু ভালোবাসা অমৃত স্বাদ, আমাকে আলিঙ্গন করে
সেই জম্ম জননীর শ্রেষ্ঠ প্রেমে, আবার খুঁজি নির্ভীক
হৃদয়ে অদৃশ্য ভরা গগনে।
আর তোমাকে জানাই আমার শেষ ভালোবাসার রক্তে লেখা,
রক্তাক্ত হৃদয়ের চিঠি, আমি ভালো আছি, বেশ আছি!
সেই চিঠিটা তোমাকে দিয়ে, আজ শুভ আগমন হোক
নতুন একটা প্রহরে, যার আকাশে মেঘ হলে
শ্রাবনের ধারা নামবে, আর লুকোচুরি প্রেম
আমাকে ডাকবে…
একটা নতুন বর্ষা ডেকে এনে, যার বৃষ্টির ধারায় কদম্ব ফুলে,
আমি কাউকে সাজিয়ে দিব, এই নার্গিস অপরূপ চুম্বনে…
আর জড়িয়ে নেব আমার অন্তিম ভালোবাসায়
গগনে ওঠে আসা মেঘে, এক দুর্বাক হৃদয়ে।

বেভুল কথা

একটু আকাশ দেখার নেশায়
সমুদ্রে লুকানো ঝিনুকের হৃদমাজারে
দুঃখভরে ভাসে, ঢেউ খেলানো স্রোতে
ভাঙাগড়া রোদ জলের গাঢ় নীলে মিশে
মুছে ফেলে অপবাদের শ্লোক।
বর্ণমালায় বেভুল কথায়
দূরত্বের জলছাপে শুকিয়ে যায়
সাগরের নীলে ভেজা নীল খাম
জেলের সাম্পান নায়ে ভেসে যায়
দস্যুদের সোনালি যৌবন
সবটাই থেমে যায় হঠাৎ দেখায়
জলকণার নিমন্ত্রিত হাওয়ায়
একটু আকাশ দেখার নেশায়।

নেশার ঝোঁক

তোমার পাতানো খেলায়
মুখবন্ধ শিরোনাম নিয়ে
পায়ে বেঁধেছি শিকল
যৌবনে সমুদ্র দেখার নেশায়
বিষাদের কালো দাগে
বিবর্তনের ওলট-পালট সুরে
ডাকেনি এখনও সমুদ্র আমায়
নেশার ঝোঁক ছেড়ে।
সত্যি সমুদ্র দেখার স্বাদ
নিরবিচ্ছিন্ন চাওয়া
সমাপ্তি দিয়েছে
এ ফেরারি জীবনকে ভালোবেসে।

মুখোশ

একটি মুখোশের আড়ালে
ভালোবাসার প্রচ্ছদ,
হয়ে যায় ছবি, রংতুলি বিহীন।
ছবিকাগজ পৃষ্ঠে আঁকা হয়নি
সবুজ পাতায় তোলা হয়নি
ডিঙি নৌকায় ভাসানো যায়নি
খয়েরী খামে পাঠানো যায়নি
শুধুই ছবির অবয়বে স্পর্শে ছুঁয়ে দেয়
ঠিক যেমন বৃষ্টি ছুঁয়ে দেয়,
নিখুঁত অজস্র দুঃখের কনিকাকে।
চোরাবালির ঢেউয়ের মতন
সব কিছুই আড়ালে থাকে
জীবন্ত মুখোশ হয়ে।

অনশন

তোমাকে পাব না বলে অনশন করেছি
খাকি ইউনিফর্মধারী একদল
আমাকে বেদম প্রহার দিল
রক্তের প্রতিটা কণায় যেন মিছিল হয়েছিল
কোনো মানুষ আসেনি জানো!
শুধুই অপবাদ ছিল
কেনো ভালোবেসেছি?
ঈশ্বরকে বলেছি, তুমি প্রেমিক ঈশ্বর
সতত ফুলের ধারক, আমাকে মুক্তি দাও
আমাকে শাস্তি দাও,
পরিশেষে নিরুদ্দেশ করে দাও!
ঈশ্বর শুনলো না!
তাই শপথ নিয়েছি আমি অনেক বড় হব
স্বপ্নের চেয়ে বড়,
ষাটোর্ধ বয়সে লাঠি ভরে তোমার কাছে যাব
ঠিক তখনি আমাকে বলো
আমি সত্যি তোমার প্রেমিক ছিলাম
তুমি ভুল করেছ!
নাই বলো একটু আকাশের দিকে তাকিয়ে থেকো
আমি শব্দ খুঁজে নিব!
আর সময় হলে ছুটি নিয়ে পৃথিবীকে বলে যাব
ভালোবাসাই ধর্ম, বিশ্বাসের মন্দির
আর আমার পবিত্র কাবাশরীফ।

জনপ্রিয় সংবাদ

আদিল সাদের কবিতা

আপডেট সময় : ০৩:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

আমি ও আমার কবিতা : কবিতা মানেই প্রেম, আরাধনা। যে কবিতাই বেশি সুন্দর তার আরাধনা তত বেশী শক্তিশালী। কবিতার গভীরে যাওয়া সমুদ্রের বিশালতাকে জয় করার সমান। সব প্রযুক্তির আবিষ্কারের চেয়ে কবিতার আবিষ্কার কঠিন। কবিতা তখনই অনিন্দ্য সুন্দর হয়, যখন পৃথিবীতে সব প্রতিবন্ধকতা জয় করে শান্তির পথে মানুষের মন মানসিকতার বিকাশ ঘটে। সৃষ্টিতে বিশ্বাসী তাই কবিতাকে আরাধনা হিসাবেই নেই, এ কবিতা দুঃখকে পরাজিত করে, কাঁচের টুকরার মতোন নিজেকে ভেঙে স্বচ্ছতা দেয়, দুঃখ, কষ্ট, বিষাদ, হাসি, কান্নার জোয়ার। কখনো প্রতিবাদী করে, কখনো দূরত্বের এক আকাশকে ছোট করে দেয় এ কবিতা। ঢেউয়ের স্নানে সব মুছে নতুন করে চলতে আশা দেখায় এ কবিতা। আমরা ভাবনা সমস্ত দুয়ারে-দুয়ারে প্রশান্তি দেয় কবিতার এক একটি নতুন লাইন।

দূরত্ব

মনে পড়লেই দুঃখ বাড়ে
ভুলে থাকা যায় না
কাছে গেলেই দূরত্ব বাড়ে
প্রিয় হওয়া হয় না।

আকাশ মেঘলা হলে বৃষ্টি হয়

আকাশ মেঘলা হলে কি বৃষ্টি হয়?
রোদের লুকোচুরি ঝলকে এক মুঠো আলো,
কেনো হৃদয়ের গহীনে ছুঁয়ে যায়; সেটা কি প্রেম?
নাকি কোনো নারীর ছলনা, না আবার স্বপ্নের
এক একটি চিঠির রঙ্গিন খাম, যা কিছুই বুঝি না
শুধু ভালোবাসা অমৃত স্বাদ, আমাকে আলিঙ্গন করে
সেই জম্ম জননীর শ্রেষ্ঠ প্রেমে, আবার খুঁজি নির্ভীক
হৃদয়ে অদৃশ্য ভরা গগনে।
আর তোমাকে জানাই আমার শেষ ভালোবাসার রক্তে লেখা,
রক্তাক্ত হৃদয়ের চিঠি, আমি ভালো আছি, বেশ আছি!
সেই চিঠিটা তোমাকে দিয়ে, আজ শুভ আগমন হোক
নতুন একটা প্রহরে, যার আকাশে মেঘ হলে
শ্রাবনের ধারা নামবে, আর লুকোচুরি প্রেম
আমাকে ডাকবে…
একটা নতুন বর্ষা ডেকে এনে, যার বৃষ্টির ধারায় কদম্ব ফুলে,
আমি কাউকে সাজিয়ে দিব, এই নার্গিস অপরূপ চুম্বনে…
আর জড়িয়ে নেব আমার অন্তিম ভালোবাসায়
গগনে ওঠে আসা মেঘে, এক দুর্বাক হৃদয়ে।

বেভুল কথা

একটু আকাশ দেখার নেশায়
সমুদ্রে লুকানো ঝিনুকের হৃদমাজারে
দুঃখভরে ভাসে, ঢেউ খেলানো স্রোতে
ভাঙাগড়া রোদ জলের গাঢ় নীলে মিশে
মুছে ফেলে অপবাদের শ্লোক।
বর্ণমালায় বেভুল কথায়
দূরত্বের জলছাপে শুকিয়ে যায়
সাগরের নীলে ভেজা নীল খাম
জেলের সাম্পান নায়ে ভেসে যায়
দস্যুদের সোনালি যৌবন
সবটাই থেমে যায় হঠাৎ দেখায়
জলকণার নিমন্ত্রিত হাওয়ায়
একটু আকাশ দেখার নেশায়।

নেশার ঝোঁক

তোমার পাতানো খেলায়
মুখবন্ধ শিরোনাম নিয়ে
পায়ে বেঁধেছি শিকল
যৌবনে সমুদ্র দেখার নেশায়
বিষাদের কালো দাগে
বিবর্তনের ওলট-পালট সুরে
ডাকেনি এখনও সমুদ্র আমায়
নেশার ঝোঁক ছেড়ে।
সত্যি সমুদ্র দেখার স্বাদ
নিরবিচ্ছিন্ন চাওয়া
সমাপ্তি দিয়েছে
এ ফেরারি জীবনকে ভালোবেসে।

মুখোশ

একটি মুখোশের আড়ালে
ভালোবাসার প্রচ্ছদ,
হয়ে যায় ছবি, রংতুলি বিহীন।
ছবিকাগজ পৃষ্ঠে আঁকা হয়নি
সবুজ পাতায় তোলা হয়নি
ডিঙি নৌকায় ভাসানো যায়নি
খয়েরী খামে পাঠানো যায়নি
শুধুই ছবির অবয়বে স্পর্শে ছুঁয়ে দেয়
ঠিক যেমন বৃষ্টি ছুঁয়ে দেয়,
নিখুঁত অজস্র দুঃখের কনিকাকে।
চোরাবালির ঢেউয়ের মতন
সব কিছুই আড়ালে থাকে
জীবন্ত মুখোশ হয়ে।

অনশন

তোমাকে পাব না বলে অনশন করেছি
খাকি ইউনিফর্মধারী একদল
আমাকে বেদম প্রহার দিল
রক্তের প্রতিটা কণায় যেন মিছিল হয়েছিল
কোনো মানুষ আসেনি জানো!
শুধুই অপবাদ ছিল
কেনো ভালোবেসেছি?
ঈশ্বরকে বলেছি, তুমি প্রেমিক ঈশ্বর
সতত ফুলের ধারক, আমাকে মুক্তি দাও
আমাকে শাস্তি দাও,
পরিশেষে নিরুদ্দেশ করে দাও!
ঈশ্বর শুনলো না!
তাই শপথ নিয়েছি আমি অনেক বড় হব
স্বপ্নের চেয়ে বড়,
ষাটোর্ধ বয়সে লাঠি ভরে তোমার কাছে যাব
ঠিক তখনি আমাকে বলো
আমি সত্যি তোমার প্রেমিক ছিলাম
তুমি ভুল করেছ!
নাই বলো একটু আকাশের দিকে তাকিয়ে থেকো
আমি শব্দ খুঁজে নিব!
আর সময় হলে ছুটি নিয়ে পৃথিবীকে বলে যাব
ভালোবাসাই ধর্ম, বিশ্বাসের মন্দির
আর আমার পবিত্র কাবাশরীফ।