দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলায় ধান বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের কেবিনের কিছু অংশ পুড়ে গেছে।
কাহারোল-বীরগঞ্জ সড়কে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার রাতে ধান বোঝাই একটি ট্রাক কাহারোল থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকে থাকা কিছু ধান ও ট্রাকের কেবিন পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





















