বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়য়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে বিজয় দিবস নৈশ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে এই টুর্নামেন্টির আয়োজন করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল প্রশাসন ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করেছে। তিন দিন ব্যাপী চলমান এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-উর-রশিদ ও সভাপতিত্ব করেন হোসেন শহীদ সোহরাওয়াদী হল প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল করিম।
অনুষ্ঠানে অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান বলেন, খেলাধুলার পাশাপাশি ছাত্রদের পড়াশোনাতেও মনোযোগী হওয়া দরকার। এতে শিক্ষার্থীদের মন ভালো থাকে, রাতের ঘুমও ভালো হয়। পাশাপাশি তাদের নিজের স্বাস্থ্যের প্রতিও নজর রাখতে হবে।





















