০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুর গারো পাহাড়ের দুস্থ আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্বেচ্ছাসেবী সংগঠন ডপসের পক্ষ থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া ও সীমান্ত ঘেষা বিভিন্ন গ্রামের আদিবাসী, দরিদ্র ও অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এসব কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপিস্থত ছিলেন, ডপসের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শহীন মিয়া, বিএসপি, ডপসের সভাপতি সার্জেন্ট (অব:) শহিদুর রহমান, ডপসের সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা, কবি সাহিত্যিক হাসান শরাফত।

এসময় ডপস সদস্য ও বিভিন্ন ভার্সিটি শিক্ষার্থী আতিক (বুয়েট), রাসেল মিয়া (ঢাবি), সজিব মিয়া (ঢাবি), শান্ত (ঢাবি), নাজিদুল ইসলাম (ঢাবি), উম্মে হাফসা (মেডিকেল), নমিতা রানী বর্মণ (জাককানইবি),আকবর (জাককানইবি), রুপালী খাতুন (চবি), হেলাল (রাবি), সাবিনা খাতুন (রাবি), উর্মি কোচ (জাককানইবি), মাহমুদুল (জাককানইবি), আফসানা মিমি (বিএসসি নার্সিং) এবং কলেজ পড়ুয়া কয়েকজন ডপস সদস্য। ডপসের সিনিয়র সদস্য আব্দুল হাকিমের তত্ত্বাবধানে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়। এদিন ওই এলাকায় ১০০ জন দুস্থ আদিবাসী ও দরিদ্র মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন।

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে এলপি গ্যাসের হাহাকার

শেরপুর গারো পাহাড়ের দুস্থ আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৬:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

স্বেচ্ছাসেবী সংগঠন ডপসের পক্ষ থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া ও সীমান্ত ঘেষা বিভিন্ন গ্রামের আদিবাসী, দরিদ্র ও অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এসব কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপিস্থত ছিলেন, ডপসের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শহীন মিয়া, বিএসপি, ডপসের সভাপতি সার্জেন্ট (অব:) শহিদুর রহমান, ডপসের সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা, কবি সাহিত্যিক হাসান শরাফত।

এসময় ডপস সদস্য ও বিভিন্ন ভার্সিটি শিক্ষার্থী আতিক (বুয়েট), রাসেল মিয়া (ঢাবি), সজিব মিয়া (ঢাবি), শান্ত (ঢাবি), নাজিদুল ইসলাম (ঢাবি), উম্মে হাফসা (মেডিকেল), নমিতা রানী বর্মণ (জাককানইবি),আকবর (জাককানইবি), রুপালী খাতুন (চবি), হেলাল (রাবি), সাবিনা খাতুন (রাবি), উর্মি কোচ (জাককানইবি), মাহমুদুল (জাককানইবি), আফসানা মিমি (বিএসসি নার্সিং) এবং কলেজ পড়ুয়া কয়েকজন ডপস সদস্য। ডপসের সিনিয়র সদস্য আব্দুল হাকিমের তত্ত্বাবধানে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়। এদিন ওই এলাকায় ১০০ জন দুস্থ আদিবাসী ও দরিদ্র মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন।