বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) উপদেষ্টা মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক এবং নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিআইডাব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় পরিষদ ও বিভিন্ন শাখা পরিষদের সমন্বয় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রাজধানীর মতিঝিলে বিআইডাব্লিউটিএ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি আবুল হোসেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক পান্না বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন কার্যকরী সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক ছরোয়ার হুসাইন, সহসভাপতি ফজলুর রহমান ও আলী হোসেনসহ বিভিন্ন শাখার নেতারা। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আশীষ কুমার দে।
সভায় প্রতিটি শাখার সদস্যবৃন্দসহ বিআইডাব্লিউটিএর সাধারণ শ্রমিক কর্মচারীরা যাতে কর্মক্ষেত্রে বৈষম্য ও হয়রানিমূলক বদলির শিকার না হন, সে জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এ ছাড়া বিআইডাব্লিউটিএর প্রবিধানমালা অনুসরণ করে সিবিএকে সকল প্রকার সুবিধা প্রদানেরও দাবি জানান নেতারা।
স/মিফা


























