০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মতিঝিল আইডিয়াল: গভর্নিং বডি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে প্রশ্ন

রাজধানীর মতিঝিলে অবস্থিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের ঘোষিত তফসিলের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত মঙ্গলবার এই তফসিল ঘোষণা করে ঢাকা জেলা প্রশাসন। অথচ ২০২২ সালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন অভিভাবকরা। তারা এটি বাতিল করে নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ তফসিল দেওয়ার দাবি জনিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ঢাকা এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের গভর্নিং বডি নির্বাচন-২০২৪ এর প্রিসাইডিং অফিসার মমতাজ বেগম স্বাক্ষরিত তফসিলে বলা হয়Ñ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০০৯ এর প্রবিধান ১৬ অনুযায়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকার গভর্নিং বডি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ, জমা ২০, ২১ ও ২৪ মার্চ, বাছাই ২৫ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহার ২৭ মার্চ এবং নির্বাচন হবে ১৯ এপ্রিল।
এ প্রসঙ্গে অভিভাবকরা জানান, ২০২২ সালের ৩০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২’ জারি করে। নীতিমালার শিক্ষা প্রতিষ্ঠানের শাখা সংক্রান্ত ১০ ধারায় বলা হয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার অনুমোদিত মূল ক্যাম্পাস ছাড়া অন্য কোথাও শিক্ষা প্রতিষ্ঠানের শাখা খুলতে পারবে না। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের পৃথক ক্যাম্পাস/শিক্ষা প্রতিষ্ঠানের শাখা অনুমোদিত হয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রতিটি ক্যাম্পাস/শিক্ষাপ্রতিষ্ঠানের শাখাকে স্বতন্ত্র (ইআইআইএন) গ্রহণ করতে হবে; প্রতিটি ক্যাম্পাস অথবা শিক্ষা প্রতিষ্ঠানের শাখার সঙ্গে ক্যাম্পাসের স্থান উল্লেখ করতে হবে, প্রতিটি ক্যাম্পাস অথবা শিক্ষা প্রতিষ্ঠানের শাখার জন্য পৃথক জনবল কাঠামো এবং ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে।

সংশ্লিষ্টরা জানান, এ নীতিমালা লঙ্ঘন করে চলছে আইডিয়ালের বনশ্রী ও মুগদা শাখা। আর সেই দুই শাখার ভোটারসহ মোট ভোটার তালিকা করা হয়েছে। এ ভোটার তালিকা দিয়ে ভোটগ্রহণ বা নির্বাচনের তফসিল নীতিমালাবিরোধী। তাছাড়া প্রতিষ্ঠানটির ৯৮ জন আজীবন দাতা সদস্যকে বাদ দিয়ে ভোটার তালিকা করা হয়েছে। এ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ড গঠিত কমিটি তদন্ত শুরু করেছে। তাই এ তদন্ত শেষ হওয়া এবং বাদ পড়া সদস্যদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ছাড়া ভোটার তালিকা চূড়ান্ত হতে পারে না। নীতিমালা মেনে নতুন করে ভোটার তালিকা করেই কেবল নির্বাচনের তফসিল ঘোষণা করা যেতে পারে বলেও অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শীতের রাতে পায়ে মোজা পরে ঘুমানো ভালো নাকি খারাপ, জানুন

মতিঝিল আইডিয়াল: গভর্নিং বডি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ১০:৫৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

রাজধানীর মতিঝিলে অবস্থিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের ঘোষিত তফসিলের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত মঙ্গলবার এই তফসিল ঘোষণা করে ঢাকা জেলা প্রশাসন। অথচ ২০২২ সালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন অভিভাবকরা। তারা এটি বাতিল করে নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ তফসিল দেওয়ার দাবি জনিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ঢাকা এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের গভর্নিং বডি নির্বাচন-২০২৪ এর প্রিসাইডিং অফিসার মমতাজ বেগম স্বাক্ষরিত তফসিলে বলা হয়Ñ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০০৯ এর প্রবিধান ১৬ অনুযায়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকার গভর্নিং বডি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ, জমা ২০, ২১ ও ২৪ মার্চ, বাছাই ২৫ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহার ২৭ মার্চ এবং নির্বাচন হবে ১৯ এপ্রিল।
এ প্রসঙ্গে অভিভাবকরা জানান, ২০২২ সালের ৩০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২’ জারি করে। নীতিমালার শিক্ষা প্রতিষ্ঠানের শাখা সংক্রান্ত ১০ ধারায় বলা হয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার অনুমোদিত মূল ক্যাম্পাস ছাড়া অন্য কোথাও শিক্ষা প্রতিষ্ঠানের শাখা খুলতে পারবে না। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের পৃথক ক্যাম্পাস/শিক্ষা প্রতিষ্ঠানের শাখা অনুমোদিত হয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রতিটি ক্যাম্পাস/শিক্ষাপ্রতিষ্ঠানের শাখাকে স্বতন্ত্র (ইআইআইএন) গ্রহণ করতে হবে; প্রতিটি ক্যাম্পাস অথবা শিক্ষা প্রতিষ্ঠানের শাখার সঙ্গে ক্যাম্পাসের স্থান উল্লেখ করতে হবে, প্রতিটি ক্যাম্পাস অথবা শিক্ষা প্রতিষ্ঠানের শাখার জন্য পৃথক জনবল কাঠামো এবং ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে।

সংশ্লিষ্টরা জানান, এ নীতিমালা লঙ্ঘন করে চলছে আইডিয়ালের বনশ্রী ও মুগদা শাখা। আর সেই দুই শাখার ভোটারসহ মোট ভোটার তালিকা করা হয়েছে। এ ভোটার তালিকা দিয়ে ভোটগ্রহণ বা নির্বাচনের তফসিল নীতিমালাবিরোধী। তাছাড়া প্রতিষ্ঠানটির ৯৮ জন আজীবন দাতা সদস্যকে বাদ দিয়ে ভোটার তালিকা করা হয়েছে। এ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ড গঠিত কমিটি তদন্ত শুরু করেছে। তাই এ তদন্ত শেষ হওয়া এবং বাদ পড়া সদস্যদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ছাড়া ভোটার তালিকা চূড়ান্ত হতে পারে না। নীতিমালা মেনে নতুন করে ভোটার তালিকা করেই কেবল নির্বাচনের তফসিল ঘোষণা করা যেতে পারে বলেও অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয়েছে।