নরসিংদীর মাধবদীতে আলোচিত মাহাবুব চেয়ারম্যান হত্যাকান্ডের ঘটনায় উত্তাল মেহেরপাড়া। বুধবার (৫ই জুন) বিকেলে মাহাবুব হত্যার প্রধান আসামি আতাউর ভূইয়া সহ অন্যান্য আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে শহীদ মাহবুব চেয়ারম্যান সংগ্রাম পরিষদ।
মেহেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজার গ্রীন সিটি মার্কেট থেকে শুরু হয়ে পাঁচদোনা মোড় গোলচত্বর প্রদক্ষিন করে পূণরায় গ্রীন সিটি মার্কেটে এসে শেষ হয়। প্রতিবাদ সভায়, হত্যাকারীদের মদদদাতাদের চিহ্নিত করে তাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এছাড়া যদি হত্যাকারীদের বিচারের আওতায় না আনা হয় প্রয়োজনে রক্তের বদলে রক্ত নিয়ে আইন হাতে তুলে নেওয়া সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ইসরাত উদ্দিন আহমেদ মনির, সদর উপজেলার চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন,মাধবদী পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ভূইয়া, নিহতের ছোট ভাই হাফিজুউল্লাহ, চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন, নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ,মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনির সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য : গত (২৮ই মে) মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হাসানকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও দুইজন।





















