বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকা উত্তরা আজমপুর ৫ আগস্ট বিকালে বুকে গুলিবিদ্ধ হয়ে নাজমুল ইসলাম রাজু (৪০) মারা যায় । নাজমুল স্ত্রী শিলা আক্তার দুই বছরের মেয়ে হৃদামনি ও নিহতের মা সাজেদা এবং ছোট ভাই রেজাউল ইসলাম পিয়েল, বোন নিলুফা ইয়াসমিন লিজা কে রেখে যান। নাজমুল উত্তরা ইউনিফর্ম টেইলাসে কর্মরত ছিলো।
নাজমুলের মৃত্যুরপর তার দোকান মালিক মো: ফিরোজ আলম ময়মনসিংহে লাশ পৌঁছে দেয়। তাকে কালিবাড়ি কবরস্থানে দাফন করা হয় । মৃত নাজমুলের মা ছেলের ব্যবসার কাজের জন্য চরপাড়া মেডিকেল কলেজ অগ্রনী ব্যাংক শাখা থেকে ১ লাখ টাকা ও নিকট আত্বীয়র কাছ থেকে আরো ১ লাখ ১০ হাজার টাকা ঋন করে ছেলেকে দেন । ছেলে ব্যাংকের ৪ কিস্তি পরিশোধ করে এবং ১৪ কিস্তি ব্যাংক পাওনা । আত্বীয়রা ঋনের টাকার জন্য আমাকে প্রচুর চাপ প্রয়োগ করছে । আমি বিধবা মানুষ ছেলের সংসারে ছিলাম, ছেলের জন্যই ঋন করেছি । গত ৩০ আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী ছেলের বউ শিলা আক্তারকে ২ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করে । ছেলের বউ টাকা পেয়ে স্বামীর রেখে যাওয়া ঋন পরিশোধ করতে অপারগতা প্রকাশ করে। আমি বিধবা সাজেদা মৃত নাজমুলের ঋনের টাকা কি করে পরিশোধ করবো । আমি অসহায় হয়ে পুত্র হারা মায়ের আকুতি দেশবাসীর কাছে ঋন পরিশোধের জন্য সকলের সহযোগীতা কামনা করছি । সাজেদা (৬৫) মৃত নজরুল ইসলাম নিলু, সাং- ২৩ নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি কর্পোরেশন, সুতিয়াখালী সুনি সরকার বাড়ির সামনে । যোগাযোগ :- ০১৭৯২-২২-৩২-২৩ –
নিহত নাজমুলের মা- সাজেদা – অগ্রনী ব্যাংক লিমিটেড, মেডিকেল কলেজ শাখা – সঞ্চয়ী হিসাব নম্বর – ০২০০০২২২৮৮৪৬০ ।























