যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী ২০ জুনের মধ্যে তাকে দেশে এসে দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) থেকে ছুটিতে যাচ্ছেন। আর যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তাকে পররাষ্ট্র সচিব পদে দায়িত্ব দেওয়া হচ্ছে।
আসাদ আলম সিয়াম দায়িত্ব না নেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি আগামী ২০ জুন তিনি অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাবেন। সেই সময় পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মঙ্গলবার (২০ মে) সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম। তবে বুধবার (২১ মে) সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন নিজেই তার অবস্থান থেকে সরে যেতে চান। আগামী দুয়েকদিনের মধ্যে নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন হবে।
এমআর/সব
শিরোনাম
নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম
-
সবুজ বাংলা অনলাইন রিপোর্ট - আপডেট সময় : ১০:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- ।
- 236
জনপ্রিয় সংবাদ

























