ইতিহাস রচনা করে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এখন দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ রোববার (৬ জুলাই) সন্ধ্যায় মিয়ানমার থেকে রওনা দিয়ে থাইল্যান্ড হয়ে রাত দেড়টার দিকে ঢাকায় পৌঁছবেন আফঈদা-ঋতুপর্ণারা।
লাল-সবুজের মেয়েদের সংবর্ধনা দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা আয়োজন করা হয়েছে রোববার দিবাগত রাত আড়াইটায়!
সোমবার ভোরে ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমার এই দুজন ভুটানের লিগ খেলতে থিম্পু যাবেন। এ কারণে তারা ঢাকায় থাকতে থাকতেই গভীর রাতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
ইয়াঙ্গুনে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে হারিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে থাকবে ছোট আকারের সাংস্কৃতিক আয়োজন, খেলোয়াড়দের বক্তব্য এবং বাফুফের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা।
দেশের ফুটবলের বিভিন্ন সমর্থক গোষ্ঠী এর মধ্যেই প্রিয় দলকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করেই এই সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে। এছাড়া মাঝরাতে অনুষ্ঠান হওয়ায় পুরো প্রস্তুতি নিতে পারছে না সমর্থকরা। তবে নিজেদের অবস্থান থেকে দলকে ভালোবাসা জানাতে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন তারা।
গভীর রাতে সংবর্ধনার কারণে গণমাধ্যমও বেশ বিপাকে পড়েছে। প্রশ্ন উঠেছে-বাফুফে তো বিমানবন্দরেই বিমান ভ্রমণে ক্লান্ত মেয়েদের সংক্ষিপ্ত সময়েরর মধ্যে সংবর্ধনার কাজটা সেরে ফেলতে পারতো। সেক্ষেত্রে মেয়েদের আবার হাতিরঝিলে ঝামেলা করে যেতে হতো না।
অথবা মনিকা-ঋতুরা ভুটানের লিগ খেলে দেশে ফেরার পরেও তো পুরো দলকে ঘটা করে সংবর্ধনা দিতে পারতো বাফুফে। কিন্তু তারা সে পথে হাঁটেনি!
মনিকারা সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে তাদের দেড় কোটি টাকা বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখনও সে টাকা বুঝে পাননি আফঈদারা!
আরকে/সবা

























