বিশ্ব ক্রিকেটের বিশৃঙ্খল সূচি, ফ্র্যাঞ্চাইজি লিগের দাপট এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর নীরব ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলি। বিশেষ করে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে ভারত ও বাংলাদেশ ক্রিকেটের মধ্যে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলতে আসা এই অভিজ্ঞ ক্রিকেটার মনে করেন, ব্যক্তিগত ও রাজনৈতিক এজেন্ডার বলি হচ্ছেন খেলোয়াড়রা, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো ক্রিকেট কাঠামো।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে হঠাৎ করে বাদ দেওয়ার ঘটনায় মঈন আলি সরাসরি সমবেদনা জানান। তিনি বলেন, ‘অন্য সবকিছুর চেয়ে মোস্তাফিজের জন্য আমার বেশি খারাপ লাগছে। কারণ সে খুব ভালো একটি চুক্তি পেয়েছিল—৯.২ কোটি রুপি। বছরের পর বছর ধরে সে কঠোর পরিশ্রম করেছে, আর যখন অবশেষে বড় সুযোগ পেল, তখনই এমনটা ঘটল।’
মঈন আরও বলেন, ‘সে চাইলে অন্য দলে খেলতে পারত। কিন্তু কেকেআর তাকে দলে নেয়, আর শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে তাকেই। এটা সত্যিই দুঃখজনক।’
বিশ্ব ক্রিকেটের বর্তমান কাঠামোকে বড় ধরনের সমস্যার উৎস হিসেবে দেখছেন মঈন আলি। ফ্র্যাঞ্চাইজি লিগ ও আন্তর্জাতিক সূচির সংঘাত ক্রিকেটের ভবিষ্যতের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, সমাধান হতে পারে ফুটবলের মতো একটি কাঠামো গড়ে তোলা।
মঈন বলেন, ‘ফুটবলের মতো ব্যবস্থা করা যেতে পারে—যেখানে আন্তর্জাতিক বিশ্বকাপ, আইসিসি ইভেন্ট বা বছরে বড় দুই-একটি সিরিজ হবে। বাকি সময়টা থাকবে ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য। এতে আন্তর্জাতিক ক্রিকেটের ওপর চাপ কমবে। এখন যে বিশৃঙ্খলা চলছে, সেখান থেকেই মোস্তাফিজের মতো ঘটনা তৈরি হচ্ছে। কোথাও বড় ধরনের ভুল হচ্ছে।’

তিনি স্পষ্ট করে বলেন, মোস্তাফিজের ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। ‘এটা শুধু মোস্তাফিজের ব্যাপার নয়। আমরা জানি পাকিস্তান ও বাংলাদেশের খেলোয়াড়রা প্রায়ই এ ধরনের সমস্যায় পড়ে। এটি বারবার ঘটছে, আর এটি একটি বড় কাঠামোগত সমস্যা।’
বাংলাদেশ সরকারের আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা বা বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি নিয়ে কথা বলতে গিয়ে মঈন আলি বলেন, ‘আমি বাংলাদেশকে দোষ দিচ্ছি না। কিন্তু যারা এই পরিস্থিতি তৈরি করছে, তাদের সিদ্ধান্ত আমার কাছে অর্থহীন ও বোকামি মনে হয়। উপমহাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে, তারা তাদের প্রিয় খেলোয়াড়দের খেলতে দেখতে চায়।’
তিনি যোগ করেন, ‘মোস্তাফিজ যদি কেকেআরের হয়ে খেলত, সেটা শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, ভারতের মানুষের জন্যও আনন্দের হতো। ওপার বাংলার দর্শকরাও তাকে দেখতে চাইত। এটা না হওয়া খুবই দুঃখজনক।’
আইসিসি এবং প্রভাবশালী ক্রিকেট বোর্ডগুলোর ভূমিকা নিয়েও কড়া ভাষায় সমালোচনা করেন মঈন আলি। তার মন্তব্য, ‘আইসিসি কখনোই যেমন হওয়া উচিত ছিল, তেমন হতে পারেনি। সবাই জানে ক্রিকেট আসলে কারা চালাচ্ছে… কিন্তু কেউ কিছু বলে না। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো বড় দেশগুলোর এসব বিষয়ে মুখ খোলা উচিত ছিল।’
তিনি আরও বলেন, ‘কিন্তু এখন পৃথিবীটাই এমন—রাজনীতি হোক বা ক্রিকেট, সবাই নিজের এজেন্ডা নিয়ে ব্যস্ত। যতক্ষণ নিজেদের স্বার্থ ঠিক থাকে, ততক্ষণ অন্য কারও কথা কেউ ভাবে না। সবকিছু কার্পেটের নিচে চাপা দিয়ে রাখা হচ্ছে।’
মঈন আলির এই মন্তব্য বিশ্ব ক্রিকেটের বর্তমান বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছে। বিশেষ করে মোস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারদের ভবিষ্যৎ ও ন্যায্য সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

























