চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলাদেশ স্টাডিজ বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৫ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) দুপুর ১২টায় বিভাগের মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান।
বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইনের সভাপতিত্বে এবং প্রভাষক সৈয়দ মুহাম্মদ মুনতাছির মোহাইমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রভাষক তৈয়বা খানম, হাসনাইন ইস্তেফাজ এবং শাহানা পারভীন।
প্রধান অতিথি চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থকেন্দ্রিক সকল ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে বর্তমান প্রশাসন কাজ করছে। জুলাই গণআন্দোলন-পরবর্তী চবি নতুন প্রশাসন একাডেমিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যাম্পাসকে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশে রূপান্তর করার চেষ্টা করছে।
উপাচার্য বলেন, জুলাই বিপ্লবের পর বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে সুবর্ণ সুযোগ এসেছে, তা আমাদের কাজে লাগাতে হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এমন সুযোগ একবার এসেছিল, কিন্তু জাতীয় অনৈক্য, রাজনৈতিক দ্বন্দ্ব এবং বিভিন্ন মহলের অসহযোগিতার কারণে সেটিকে কাজে লাগানো সম্ভব হয়নি। এবারের সুবর্ণ সুযোগ ব্যর্থ হতে দেওয়া যাবে না।
উপাচার্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকার ইতোমধ্যে কিছু সংস্কার কমিশন গঠন করেছে। তবে সবচেয়ে জরুরি ছিল একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন। তিনি বলেন, শৃঙ্খলা, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন জরুরি। তিনি আশা প্রকাশ করেন, দেশের বিশ্ববিদ্যালয় তথা শিক্ষাক্ষেত্রে সংস্কার আনলে অল্প সময়েই এর সুফল পাওয়া যাবে।
বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইনডোর গেমস ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য।
সকালে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে উপাচার্য একটি আমড়া গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদ। এছাড়াও জুলাই গণআন্দোলনে শহীদদের স্মরণে এবং সম্প্রতি চবির দুই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু ও একজন নিখোঁজ শিক্ষার্থীর জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এমআর/সবা
শিরোনাম
চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
-
চবি প্রতিনিধি - আপডেট সময় : ০৯:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- ।
- 272
জনপ্রিয় সংবাদ


























