০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহীতে দাফন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সোয়া ৪টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৫টায় নগরীর সপুরা কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে, বেলা ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তৌকিরের মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ৩টা ২০ মিনিটে তার মরদেহ উপশহরের ৩ নম্বর সেক্টরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় পরিবার ও স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন। পরে মরদেহ রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নিয়ে জানাজা পড়ানো হয়।

তৌকির ইসলাম সাগরের বাবা তহুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের কানসাটের বাসিন্দা। তবে ২৫ বছর ধরে তিনি রাজশাহীতে বসবাস করছেন। তৌকির রাজশাহীর নিউ গভ. ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে পাবনা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। তিনি ওই কলেজের ৩৪তম ব্যাচের ছাত্র ছিলেন। ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাস করে তিনি যোগ দিয়েছিলেন বাংলাদেশ বিমানবাহিনীতে। গত বছর তিনি বিয়ে করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর এফ-৭বিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় তৌকিরসহ স্কুলের ৩১ জন নিহত হন।

এমআর

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির

আপডেট সময় : ০৬:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহীতে দাফন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সোয়া ৪টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৫টায় নগরীর সপুরা কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে, বেলা ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তৌকিরের মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ৩টা ২০ মিনিটে তার মরদেহ উপশহরের ৩ নম্বর সেক্টরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় পরিবার ও স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন। পরে মরদেহ রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নিয়ে জানাজা পড়ানো হয়।

তৌকির ইসলাম সাগরের বাবা তহুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের কানসাটের বাসিন্দা। তবে ২৫ বছর ধরে তিনি রাজশাহীতে বসবাস করছেন। তৌকির রাজশাহীর নিউ গভ. ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে পাবনা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। তিনি ওই কলেজের ৩৪তম ব্যাচের ছাত্র ছিলেন। ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাস করে তিনি যোগ দিয়েছিলেন বাংলাদেশ বিমানবাহিনীতে। গত বছর তিনি বিয়ে করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর এফ-৭বিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় তৌকিরসহ স্কুলের ৩১ জন নিহত হন।

এমআর