০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি মেসি-রামোস!

ফুটবল বিশ্বে বিরল এক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্টিন। ২০২৫ সালের এমএলএস অল-স্টার ম্যাচে একই মাঠে নামছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও সাবেক সতীর্থ লিওনেল মেসি ও সের্হিও রামোস।

এল ক্লাসিকোর দীর্ঘ ইতিহাসের দুই মহাতারকার এই পুনর্মিলন শুধু একটি প্রদর্শনী ম্যাচ নয়—এ যেন স্মৃতির খাতা উল্টে দেখা, এক দশকের ফুটবলযুদ্ধের ছায়া।

এই বছরের অল-স্টার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের কিউটু স্টেডিয়ামে। মঙ্গলবার হবে ‘স্কিলস চ্যালেঞ্জ’, আর মূল অল-স্টার ম্যাচ মাঠে গড়াবে বুধবার রাতে। দুই প্রতিদ্বন্দ্বী লিগ—মেজর লিগ সকার (এমএলএস) ও লিগা এমএক্স-এর সেরা খেলোয়াড়েরা মুখোমুখি হবেন এই জমকালো উৎসবে।

বর্তমানে ইন্টার মায়ামিতে খেলা মেসি ও সিএফ মন্তেরেইর সেন্টারব্যাক রামোস, দুজনেই একসময় ছিলেন লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মূল ভরসা। এরপর ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তারা একসঙ্গে খেলেছেন পিএসজিতে।

এই ম্যাচ যেন একদিকে তাদের সেই শত্রুতা-ভরা সম্পর্কের স্মরণ, আবার অন্যদিকে বন্ধু হয়ে ওঠার গল্পও। ফুটবলপ্রেমীদের কাছে এটি নিছক প্রদর্শনী নয়—এ এক রোমাঞ্চকর সময়চিত্র।

এমএলএস অল-স্টার দলে রয়েছেন: ইরবিং ‘চুকি’ লোসানো (সান দিয়েগো এফসি), দিওগো রসি (কলম্বাস ক্রু), এভান্দের (এফসি সিনসিনাটি), জর্দি আলবা (ইন্টার মায়ামি)

লিগা এমএক্স দলের তারকাদের মধ্যে থাকছেন: হামেস রোদ্রিগেস (লেয়োন), আলেক্সিস ভেগা (তোলুকা), সের্হিও কানালের (মন্তেরেই)

এমএলএস দলের কোচ নিকো এস্তেভেস (অস্টিন এফসি), আর লিগা এমএক্স দলকে নেতৃত্ব দেবেন আঁদ্রে জারদিন (ক্লাব আমেরিকা)।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে সৈয়দপুর রেলওয়ে কারখানার ঐতিহাসিক নিদর্শন

আবারও প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি মেসি-রামোস!

আপডেট সময় : ০৭:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ফুটবল বিশ্বে বিরল এক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্টিন। ২০২৫ সালের এমএলএস অল-স্টার ম্যাচে একই মাঠে নামছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও সাবেক সতীর্থ লিওনেল মেসি ও সের্হিও রামোস।

এল ক্লাসিকোর দীর্ঘ ইতিহাসের দুই মহাতারকার এই পুনর্মিলন শুধু একটি প্রদর্শনী ম্যাচ নয়—এ যেন স্মৃতির খাতা উল্টে দেখা, এক দশকের ফুটবলযুদ্ধের ছায়া।

এই বছরের অল-স্টার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের কিউটু স্টেডিয়ামে। মঙ্গলবার হবে ‘স্কিলস চ্যালেঞ্জ’, আর মূল অল-স্টার ম্যাচ মাঠে গড়াবে বুধবার রাতে। দুই প্রতিদ্বন্দ্বী লিগ—মেজর লিগ সকার (এমএলএস) ও লিগা এমএক্স-এর সেরা খেলোয়াড়েরা মুখোমুখি হবেন এই জমকালো উৎসবে।

বর্তমানে ইন্টার মায়ামিতে খেলা মেসি ও সিএফ মন্তেরেইর সেন্টারব্যাক রামোস, দুজনেই একসময় ছিলেন লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মূল ভরসা। এরপর ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তারা একসঙ্গে খেলেছেন পিএসজিতে।

এই ম্যাচ যেন একদিকে তাদের সেই শত্রুতা-ভরা সম্পর্কের স্মরণ, আবার অন্যদিকে বন্ধু হয়ে ওঠার গল্পও। ফুটবলপ্রেমীদের কাছে এটি নিছক প্রদর্শনী নয়—এ এক রোমাঞ্চকর সময়চিত্র।

এমএলএস অল-স্টার দলে রয়েছেন: ইরবিং ‘চুকি’ লোসানো (সান দিয়েগো এফসি), দিওগো রসি (কলম্বাস ক্রু), এভান্দের (এফসি সিনসিনাটি), জর্দি আলবা (ইন্টার মায়ামি)

লিগা এমএক্স দলের তারকাদের মধ্যে থাকছেন: হামেস রোদ্রিগেস (লেয়োন), আলেক্সিস ভেগা (তোলুকা), সের্হিও কানালের (মন্তেরেই)

এমএলএস দলের কোচ নিকো এস্তেভেস (অস্টিন এফসি), আর লিগা এমএক্স দলকে নেতৃত্ব দেবেন আঁদ্রে জারদিন (ক্লাব আমেরিকা)।

আরকে/সবা