সাকিব আল হাসান নাহিদ, জামালপু
কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার চারন কবি পল্লীকবি রাধাপদ রায়ের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার আয়োজনে পৌর শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে
হিউম্যান রাইটস ডিফেন্ডারের সদস্য মোর্শেদ ইকবালের সঞ্চালনায় ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি আমির উদ্দিন, উদিচি জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদিপ কুমার সোম রানু, সাধারন সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় প্রমুখ।
বক্তারা বলেন,আমরা চাই আর যেন কোন কুলাঙ্গার মুক্ত চিন্তার মানুষ, বুদ্ধিজীবি, কবি-সাহিত্যিকদের নির্যাতন করতে না পারে। মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার আজ রাস্ট্রীয় ক্ষমতায়, এ সময় কবি সাহিত্যিকদের উপর নির্যাতন কোনভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনে বিচ্ছিন্ন ঘটনা যেন বাংলার মাটিতে না ঘটে সেই দিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
হামলাকারীদের বিচারের দাবি করে বক্তারা আরও বলেন, এমন নির্বিবাদী, বয়োজ্যেষ্ঠ এ মানুষটির ওপর গত ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে বর্বরোচিত হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করেছে স্থানীয় দুই দুর্বৃত্ত মো. রফিকুল ইসলাম ও কদুর আলী। এই ধরনের হামলা আমাদের বাঙালি সংস্কৃতির উপর হামলা। পুলিশ ইতিমধ্যে প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে। অনতি বিলম্বে ঘটনায় জড়িত বাকী আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জানায়।

























