খাগড়াছড়ি জেলা সদরে হিল কুইন গেস্ট হাউজ সংলগ্ন সামনে ৮০০ ইয়াবাসহ মোঃ মোশারফ হোসেন জুয়েল (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে সদর থানার সাব-ইন্সপেক্টর মো. ইসমাইল হোসেন,এএসআই মো. জুয়েল আহম্মেদসহ থানা পুলিশের একটি টিম অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছে একটি স্কুটি ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ৩৫,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি বাজার এলাকার মোঃ মোসলেম উদ্দিন ভূঁইয়ার পুত্র এবং বর্তমানে খাগড়াছড়ি পৌরসভার ০৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় বসবাস করছেন।
খাগড়াছড়ি থানার কর্মকর্তা মো. আব্দুল বাতেন মৃধা জানান, অভিযানে ইয়াবাসহ নগদ টাকা হাতেনাতে আটক করা হয়েছে। আগামীকাল আদালতে তোলা হবে,আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে”
তিনি আরও জানান, “এই ধরনে অভিযান অব্যাহত থাকবে। খাগড়াছড়িকে মাদকমুক্ত রাখতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো একযোগে কাজ করছে।”
শিরোনাম
খাগড়াছড়িতে ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
-
খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০১:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- ।
- 63
জনপ্রিয় সংবাদ

























