কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিঙ্গারডাবরী হাটের দক্ষিণ পার্শ্বে কুঁড়ারপাড় যাওয়ার দীর্ঘদিনের চলাচল-অযোগ্য গ্রামীণ সড়কটি অবশেষে মেরামতের আওতায় এসেছে। স্থানীয় জনদুর্ভোগ লাঘবে এ জনসেবামূলক কার্যক্রমের উদ্যোগ নেয় ১নং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন জামায়াত।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী চলে এই মেরামত কার্যক্রম। ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহায়তা দিয়ে অংশ নেন এ উদ্যোগে।
কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ খলিলুর রহমান রুকু, রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেকুল ইসলামসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় এক বাসিন্দা জানান, “বৃষ্টির সময় রাস্তাটি কর্দমাক্ত হয়ে যেত, হাঁটাচলা অসম্ভব হয়ে পড়ত। এখন মেরামতের ফলে আমরা স্বস্তি পেলাম।”
এলাকাবাসীর আশা, এ মেরামতের মাধ্যমে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যেমন হবে, তেমনি বাজারকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও সচল হবে।





















