০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিকৃবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের জন্য “ওরিয়েন্টেশন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৩০ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে নবীন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। সভাপতিত্ব করেন সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। সঞ্চালনায় ছিলেন … (নাম অনুলিখিত হয়নি)।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। তিনি বলেন, “সিকৃবি শিক্ষা, গবেষণা ও সহ-শিক্ষা কার্যক্রমে ক্রমাগত অগ্রগতি সাধন করছে। আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। সীমিত সম্পদেও আমরা বিশ্বাস করি সীমাহীন সম্ভাবনা সৃষ্টি করা সম্ভব, যদি থাকে নিষ্ঠা ও মনোবল।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী। আরও উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ ও রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা প্রমুখ।

শিক্ষার ভবিষ্যৎ ও গণঅভ্যুত্থানের প্রসঙ্গ

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, “জুলাই ২৪-এ গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতি হিসেবে পুনর্জন্ম লাভ করেছি। ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের রক্ত আর সাহসিকতায় আজকের নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই অর্জনকে ধরে রাখতে হলে ঐক্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় লেজুরবৃত্তি থেকে বেরিয়ে এসে মুক্তচিন্তার স্থান হতে হবে। শিক্ষার্থীদের উচিত নিজেদের বিবেকবান ও রুচিশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষা ব্যবস্থায় অংশীজনদের চাহিদা অনুযায়ী নীতিনির্ধারণ করতে হবে এবং সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে হবে।”

এছাড়া তিনি গবেষণাকে ত্বরান্বিত করতে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন।

সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেন, “২০২৪ সালের জুলাইয়ে গণতন্ত্র রক্ষায় শিক্ষার্থীরা যেভাবে জীবন উৎসর্গ করেছে, তা জাতি চিরকাল স্মরণ রাখবে। আজকের শিক্ষার্থীদেরও দেশ গঠনে সেই উদ্দীপনা ধরে রাখতে হবে।”

সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্লাস শুরুর ঘোষণা

ওরিয়েন্টেশন উপলক্ষে আজ (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী রবিবার (৪ আগস্ট) থেকে শুরু হবে বলে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

সিকৃবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের জন্য “ওরিয়েন্টেশন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৩০ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে নবীন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। সভাপতিত্ব করেন সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। সঞ্চালনায় ছিলেন … (নাম অনুলিখিত হয়নি)।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। তিনি বলেন, “সিকৃবি শিক্ষা, গবেষণা ও সহ-শিক্ষা কার্যক্রমে ক্রমাগত অগ্রগতি সাধন করছে। আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। সীমিত সম্পদেও আমরা বিশ্বাস করি সীমাহীন সম্ভাবনা সৃষ্টি করা সম্ভব, যদি থাকে নিষ্ঠা ও মনোবল।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী। আরও উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ ও রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা প্রমুখ।

শিক্ষার ভবিষ্যৎ ও গণঅভ্যুত্থানের প্রসঙ্গ

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, “জুলাই ২৪-এ গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতি হিসেবে পুনর্জন্ম লাভ করেছি। ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের রক্ত আর সাহসিকতায় আজকের নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই অর্জনকে ধরে রাখতে হলে ঐক্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় লেজুরবৃত্তি থেকে বেরিয়ে এসে মুক্তচিন্তার স্থান হতে হবে। শিক্ষার্থীদের উচিত নিজেদের বিবেকবান ও রুচিশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষা ব্যবস্থায় অংশীজনদের চাহিদা অনুযায়ী নীতিনির্ধারণ করতে হবে এবং সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে হবে।”

এছাড়া তিনি গবেষণাকে ত্বরান্বিত করতে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন।

সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেন, “২০২৪ সালের জুলাইয়ে গণতন্ত্র রক্ষায় শিক্ষার্থীরা যেভাবে জীবন উৎসর্গ করেছে, তা জাতি চিরকাল স্মরণ রাখবে। আজকের শিক্ষার্থীদেরও দেশ গঠনে সেই উদ্দীপনা ধরে রাখতে হবে।”

সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্লাস শুরুর ঘোষণা

ওরিয়েন্টেশন উপলক্ষে আজ (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী রবিবার (৪ আগস্ট) থেকে শুরু হবে বলে জানানো হয়।