ভোলার চরফ্যাশন উপজেলায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনপদের দৃশ্যমান উন্নয়ন হয়েছে। কাঁচা সড়ক নির্মাণ, বিদ্যালয় মাঠ ভরাট ও ভবন সংস্কারসহ বিভিন্ন কার্যক্রমের ফলে গ্রামের মানুষের জীবনযাত্রায় এসেছে ইতিবাচক পরিবর্তন।
প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে উপজেলার ২১ ইউনিয়নে ১৫৯টি প্রকল্পে টিআরের আওতায় ২ কোটি ৬৮ লাখ টাকা, কাবিখায় ২৫৫ মেট্রিক টন গম এবং কাবিটায় ৩ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মার্চ থেকে কাজ শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে কিছু প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে এসব কাজ এখন চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবহেলিত কাঁচা সড়কগুলো পাকা করা হয়েছে, যা আগে বছরের পর বছর অবহেলিত ছিল। হাজারীগঞ্জ, রসুলপুর, এওয়াজপুরসহ বিভিন্ন ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে এসব প্রকল্প বাস্তবায়নের ফলে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. ওয়ালিউল ইসলাম জানান, প্রতিটি প্রকল্প নিয়মিত মনিটর করা হচ্ছে। অনিয়ম ঠেকাতে উপজেলা প্রশাসন প্রতিনিয়ত তদারকি করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, “কাজে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্প নিজে পরিদর্শন করেছি, কাজের মান ভালো। কিছু স্থানে বৃষ্টির কারণে কাজ ধীরগতিতে হলেও সব প্রকল্পই শেষ করা হবে।” তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে সতর্ক করে বলেন, “সরেজমিনে না দেখে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য আমি সবাইকে আহ্বান জানাই।”


























