চুরি ও হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জামালপুর সদর থানা পুলিশ।
রবিবার (৩ আগস্ট) সকাল ১১টায় জামালপুর সদর থানার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এবং সভাপতিত্ব করেন থানার পরিদর্শক (তদন্ত) মকবুল হোসেন।
জানা গেছে, এএসআই আবুল মনসুরের নেতৃত্বে এক মাসের বেশি সময় ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইলগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোবাইল ফিরে পেয়ে মালিকরা আনন্দিত হন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তারা পুলিশের এমন উদ্যোগকে প্রশংসনীয় ও জনবান্ধব কার্যক্রম বলে উল্লেখ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, “পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত। তবে আমাদের ভালো কাজগুলো সমাজে আরও ছড়িয়ে দিতে হবে।”
এমআর/সবা

























