রায়গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিকের স্মরণে তার স্মৃতি চারন ও আলোচনা সভার আয়োজন করেছেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।
গত বছর ৪ আগষ্ট ২০২৪ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন সাংবাদিক ও কমিউনিস্ট পার্টির নেতা প্রদীপ কুমার ভৌমিক।
আজ( সোমবার ৪ আগষ্ট)তার প্রথম মৃত্যু দিবস উপলক্ষে তার স্মরনে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে এই শোক দিবস ও প্রদীপ ভৌমিকের স্মৃতি চারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শোকাহত পরিবারের খোজ নেওয়া হয়।
আলোচনা সভার পূর্বে নেতা কর্মীরা নিমগাছী মহাশ্মশানে গিয়ে প্রদীপ ভৌমিকের স্মরণে চিতার উপর ফুল অর্পন করেন এবং পরবর্তীতে প্রদীপ ভৌমিকের বাসায় গিয়ে আলোচনা সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট কমরেড আনোয়ার হোসেন রেজা,বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শেখ মোস্তফা নুরুল আমিন, সিরাজগঞ্জ জেলার ক্ষেতমজুর সমিতির সভাপতি কমরেড লিয়াকত হোসেন কাক্কু,বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সিরাজগঞ্জ জেলা সভাপতি কমরেড সোহাগ খান, বেলকুচি উপজেলা কমিটির সভাপতি কমরেড সোহাগ জয়,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রায়গঞ্জ উপজেলা কমিটির সভাপতি কমরেড দিলিপ সরকার,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির তাড়াশ উপজেলার সাধারন সম্পাদক কমরেড আব্দুল হাকিম,কমরেড রবিউল ইসলাম,কমরেড আব্দুল মাজেদ,কমরেড সহদেব কুমার,কমরেড সুমন দাস,কমরেড মসিউর রহমান প্রমুখ।
বক্তাগন শহীদ কমরেড প্রদীপ ভৌমিকের আন্দোলন সংগ্রামের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রদীপ ভৌমিক হত্যাকান্ডের ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের সনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য গতবছর স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে প্রতিক্রিয়াশীল শক্তি রায়গঞ্জ প্রেসক্লাবে ঢুকে প্রদীপ ভৌমিককে কুপিয়ে হত্যা করে।
এমআর/সবা

























