খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান কবাখালী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কবাখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান। ইউপি সদস্য স্মৃতি কাঞ্চন চাকমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জগদীশ চাকমা এবং কার্বারী দেপ্রিয় চাকমা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও ইনামুল হাছান বলেন, ‘পাহাড়ি অঞ্চলের নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও শিক্ষা, স্বাস্থ্য ও সুনাগরিক গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে। পাহাড়ের আর্থসামাজিক উন্নয়নে কৃষি ও জুম চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও পড়াশোনার পরিবেশ তৈরি করা জরুরি। তবেই টেকসই উন্নয়ন সম্ভব হবে।’
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান বলেন, ‘ইউনিয়ন পরিষদ হচ্ছে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। দুর্গম এলাকায় কাজ করতে কিছু চ্যালেঞ্জ থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় টেকসই উন্নয়ন সম্ভব।’ তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য সেবাদান কার্যক্রমে গতি আনার ওপর জোর দেন।























