০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের চারটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবির মেহেদী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহামুদুল হাসান মেহেদী বিশ্বের চারটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সন্তান মেহেদী এবার মাস্টার্স পর্যায়ে পড়াশোনার জন্য থাইল্যান্ডের প্রখ্যাত থাম্মাসাত বিশ্ববিদ্যালয়-এর বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে যাচ্ছেন।

মেহেদী ২০১৯-২০ শিক্ষাবর্ষে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন। শৈশব থেকেই পড়ালেখায় মেধার স্বাক্ষর রেখে চলা এই শিক্ষার্থী এসএসসিতে জিপিএ-৫ এবং এইচএসসিতে জিপিএ-৪.৫০ অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে সিজিপিএ ৩.৬৪ অর্জনের পাশাপাশি তিনি যুক্ত ছিলেন বাঁধন, ব্রোডা ডিবেট ক্লাবসহ নানা সহশিক্ষা কার্যক্রমে।

গবেষণা ও আন্তর্জাতিক স্বীকৃতি
মেহেদীর গবেষণামূলক কর্মকাণ্ডও চমকপ্রদ। ইতোমধ্যে আন্তর্জাতিক ও জাতীয় জার্নালে ১২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি চারবার আন্তর্জাতিক সম্মেলনে পোস্টার উপস্থাপন করেছেন। গবেষণায় তার আগ্রহ এতটাই গভীর ছিল যে, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম-এর গবেষণা সহকারী হিসেবেও কাজ করেছেন। ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করে তিনি IELTS-এ স্কোর ৭ অর্জন করেন।

চার দেশে স্কলারশিপ
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব তেরেঙ্গানু, এবং থাইল্যান্ডের থাম্মাসাত ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার পাশাপাশি তিনি টেস্ট টোকিও স্কলারশিপ প্রোগ্রামের আওতায় থাইল্যান্ডের আরও ছয়টি বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ পেয়েছেন। তবে সবকিছু বিবেচনায় নিয়ে থাম্মাসাত বিশ্ববিদ্যালয়েই মাস্টার্স করতে যাচ্ছেন মেহেদী।

অনুভূতি ও শুভেচ্ছা
এই অসাধারণ অর্জনের অনুভূতি জানতে চাইলে মেহেদী বলেন, “তৃতীয় বর্ষ থেকেই আমি গবেষণায় কাজ শুরু করি। অনেক কষ্ট করেছি। শুক্রবার নামাজ পড়ে ল্যাপটপ খুলেই যখন স্কলারশিপ ইমেইল দেখি, তখন আবেগে বাকরুদ্ধ হয়ে যাই। সফলতার স্বাদ আসলেই অন্যরকম।”

তার শিক্ষক অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বলেন, “আমি অত্যন্ত গর্বিত। তার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় এই অর্জনের মূল চাবিকাঠি। আমি সামান্য দিকনির্দেশনা দিয়েছি মাত্র।”

বেরোবি উপাচার্য ড. মো. শওকত আলী মেহেদীকে অভিনন্দন জানিয়ে বলেন, “মেহেদীর এই অর্জন বেরোবির জন্য গৌরবের। আমি বিশ্বাস করি, তার এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও অনুপ্রেরণা হয়ে ছড়িয়ে পড়বে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিশ্বের চারটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবির মেহেদী

আপডেট সময় : ১২:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহামুদুল হাসান মেহেদী বিশ্বের চারটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সন্তান মেহেদী এবার মাস্টার্স পর্যায়ে পড়াশোনার জন্য থাইল্যান্ডের প্রখ্যাত থাম্মাসাত বিশ্ববিদ্যালয়-এর বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে যাচ্ছেন।

মেহেদী ২০১৯-২০ শিক্ষাবর্ষে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন। শৈশব থেকেই পড়ালেখায় মেধার স্বাক্ষর রেখে চলা এই শিক্ষার্থী এসএসসিতে জিপিএ-৫ এবং এইচএসসিতে জিপিএ-৪.৫০ অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে সিজিপিএ ৩.৬৪ অর্জনের পাশাপাশি তিনি যুক্ত ছিলেন বাঁধন, ব্রোডা ডিবেট ক্লাবসহ নানা সহশিক্ষা কার্যক্রমে।

গবেষণা ও আন্তর্জাতিক স্বীকৃতি
মেহেদীর গবেষণামূলক কর্মকাণ্ডও চমকপ্রদ। ইতোমধ্যে আন্তর্জাতিক ও জাতীয় জার্নালে ১২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি চারবার আন্তর্জাতিক সম্মেলনে পোস্টার উপস্থাপন করেছেন। গবেষণায় তার আগ্রহ এতটাই গভীর ছিল যে, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম-এর গবেষণা সহকারী হিসেবেও কাজ করেছেন। ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করে তিনি IELTS-এ স্কোর ৭ অর্জন করেন।

চার দেশে স্কলারশিপ
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব তেরেঙ্গানু, এবং থাইল্যান্ডের থাম্মাসাত ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার পাশাপাশি তিনি টেস্ট টোকিও স্কলারশিপ প্রোগ্রামের আওতায় থাইল্যান্ডের আরও ছয়টি বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ পেয়েছেন। তবে সবকিছু বিবেচনায় নিয়ে থাম্মাসাত বিশ্ববিদ্যালয়েই মাস্টার্স করতে যাচ্ছেন মেহেদী।

অনুভূতি ও শুভেচ্ছা
এই অসাধারণ অর্জনের অনুভূতি জানতে চাইলে মেহেদী বলেন, “তৃতীয় বর্ষ থেকেই আমি গবেষণায় কাজ শুরু করি। অনেক কষ্ট করেছি। শুক্রবার নামাজ পড়ে ল্যাপটপ খুলেই যখন স্কলারশিপ ইমেইল দেখি, তখন আবেগে বাকরুদ্ধ হয়ে যাই। সফলতার স্বাদ আসলেই অন্যরকম।”

তার শিক্ষক অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বলেন, “আমি অত্যন্ত গর্বিত। তার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় এই অর্জনের মূল চাবিকাঠি। আমি সামান্য দিকনির্দেশনা দিয়েছি মাত্র।”

বেরোবি উপাচার্য ড. মো. শওকত আলী মেহেদীকে অভিনন্দন জানিয়ে বলেন, “মেহেদীর এই অর্জন বেরোবির জন্য গৌরবের। আমি বিশ্বাস করি, তার এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও অনুপ্রেরণা হয়ে ছড়িয়ে পড়বে।”

এমআর/সবা