খাগড়াছড়ির সাজেকের বন্যাকবলিত অর্ধশতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৭ আগস্ট) বাঘাইহাট জোন (৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)-এর উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাঘাইহাট জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা, পিএসসি।
এসময় আরও উপস্থিত ছিলেন—জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. আবু নাঈম খন্দকার, জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন তাজরিয়ান, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি মো. রায়হান উদ্দিন, স্থানীয় ব্যবসায়ী মো. ঈসমাইল হোসেন, কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাবুল হোসেন, ০৪ নং ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মাসুদ রানা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। বাঘাইহাট জোন শুধু নিরাপত্তা নিশ্চিতে নয়, বরং দুর্যোগ মোকাবেলা এবং অবকাঠামোগত উন্নয়নেও সহায়তা অব্যাহত রাখবে। দল-মত-ধর্ম নির্বিশেষে আমরা সবাই দেশের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, টানা বৃষ্টিপাতের ফলে সাজেকে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় ওইসব পরিবার চরম দুর্ভোগে পড়ে। সেনাবাহিনীর এ মানবিক সহায়তায় স্বস্তি ফিরে আসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে।
এমআর/সবা

























