রাজধানীর সরকারি তিতুমীর কলেজে রেড ক্রিসেন্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও ফগিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে৷
আজ বুধবার ( ১৩ আগষ্ট) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করে সরকারি তিতুমীর কলেজের যুব রেড ক্রিসেন্ট ইউনিট ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। কর্মসূচিতে ব্লু-এডিস মশার আবাসস্থল নির্মূল, ক্যাম্পাস পরিষ্কার, বিনামূল্যে মাস্ক বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে অংশ নেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ৷ অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা । প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি সমাজ গড়ে ওঠে নানা গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের ওপর। মানুষের স্বাস্থ্য রক্ষা, জীবন রক্ষা ও প্রয়োজনীয় সেবা প্রদান অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে রক্তদান, পরিবেশ রক্ষা ও অন্যান্য সেবামূলক কাজে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রশংসনীয়।
এ সময় রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ফগিং মেশিন দিয়ে মশা নিধন, পানি জমে থাকা স্থান পরিষ্কার এবং শিক্ষার্থীদের মাঝে মাক্স বিতরণ করেন।


























