“চট্টগ্রামের মানুষ যেন প্রকৃতভাবে উপকৃত হয়, সে লক্ষ্যে আমি সবসময় নিজেকে নিয়োজিত রাখব,”— ১৫ আগস্ট এক নির্বাচনী বৈঠকে এমন কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা. এ কে এম ফজলুল হক।
বাকলিয়ার ১৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত সেন্টার কমিটির এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতের মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ। তিনি বলেন, “শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে ডা. ফজলুল হক এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর নেতৃত্বে চট্টগ্রাম-৯ আসন উন্নয়নের নতুন মাত্রা পাবে।”
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর শেখ আহমদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি সুলতান মুহাম্মদ ইয়াছিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ ও নায়েবে আমীর আবুল মনসুর প্রমুখ।
ডা. ফজলুল বলেন, “জাতির প্রতি সৎ থেকে আমি আমার দায়িত্ব পালন করব এবং সংকট ও দুর্যোগে সবসময় চট্টগ্রামবাসীর পাশে থাকব।”
এমআর/সবা

























