ইসলামী বিশ্ববিদ্যালয়ে শনিবার (১৬ আগস্ট) সনাতন ধর্মাবলম্বীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা-অর্চনা, ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও প্রশাসনের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমর্থন দেন। পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহা বলেন, ভগবান কৃষ্ণ সাম্য, ন্যায়, সত্য ও কল্যাণের বার্তা দিয়েছেন, যা সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় দিকনির্দেশনা দেয়।
উপাচার্য আরও বলেন, “সকল ধর্মে মানবতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে সনাতন ধর্মাবলম্বীরা সম্মান ও মর্যাদার সঙ্গে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন।” অনুষ্ঠানে ধর্মালোচনা ও প্রবন্ধ উপস্থাপন করেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়।
এমআর/সবা


























