রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) রাত আনুমানিক নয় টার সময় বাঙ্গালহালিয়া ধলিয়া ইসকন মন্দিরের পাশে রাস্তার উপর হইতে ৩৫ পিস ইয়াবা ট্যবলেট সহ তাদের কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন মো. শামীম সিকদার (৩২) ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শফিপুর এলাকার মৃত আকরাম সিকদারের ছেলে, ও রবিউল ইসলাম (২৮) সে আনসার ভিডিপির সদস্য ছিল বর্তমানে চাকরীচ্যুত, সে রাজস্থলী উপজেলার শফিপুর ২ নং ওয়ার্ডের সোহরাব সরদারের ছেলে। উল্লেখ্য রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর,বালু মুড়া,শফিপুর, চেয়ারম্যান টিলা, পাবনা টিলা, ও মুন্সি পাড়া এলাকা সহ মাদকের হাট বসে প্রতিনিয়ত। বান্দরবানের সাথে সংযোগ থাকায় এ ব্যবসা জমজমাট।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুই আসামিকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা করে আজ রবিবার রাঙামাটি আদালতে সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।
এমআর/সবা






















