রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা রোববার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেছেন।
অনশনরত শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে রেখে দাবি জানান—“জুলাইয়ে অর্জিত স্বাধীনতা, ছাত্র সংসদ পেলে পাবে পূর্ণতা”, “এক দফা এক দাবি, ছাত্র সংসদ কখন দিবি”, “ছাত্র সংসদ আমাদের অধিকার” ইত্যাদি। গত ১২ আগস্ট শিক্ষার্থীরা প্রশাসনকে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। সময়মতো কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা অনশনে বসেন।
এক শিক্ষার্থী জানান, “প্রতিষ্ঠার ১৭ বছরেও ছাত্র সংসদ হয়নি। বহুবার আশ্বাস শোনেছি, এবার লিখিত রোডম্যাপ ছাড়া অনশন ভাঙব না।”
উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী সাংবাদিকদের বলেন, “গঠনতন্ত্র ছাড়া ছাত্র সংসদের রোডম্যাপ দেওয়া রাষ্ট্রবিরোধী অপরাধ। যেহেতু গেজেট অনুমোদন নেই, সরাসরি রোডম্যাপ দেওয়া সম্ভব নয়। তবে মহামান্য আমাকে নিশ্চিত করেছেন—নভেম্বরের মধ্যেই ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এমআর/সবা


























