শিক্ষা প্রতিষ্ঠানে আকষ্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষক-কর্মচারীদের অনুপস্থিত পেলে ও নির্ধারিত সময়ের আগে ছুটি দিয়ে দেওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগয় ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছেন। এ নির্দেশনার বাত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধিমতে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ২১ আগস্ট বৃহস্পতিবার জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, স্কুল
এন্ড কলেজ, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা এবং সকল কারিগরি) সমূহ সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শ্রেণি পাঠদান কার্যক্রম নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
চিঠিতে আরও বলা হয়েছে, রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৭টি করে সপ্তাহে মোট ৩৫টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে। প্রত্যেক প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি দৈনিক সমাবেশ মধ্যাহ্ন বিরতিসহ ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। ডাবল শিফট ক্ষেত্রে সকাল ৭ টায় শুরু হয়ে ১২ টায় শেষ হবে। দ্বিতীয় শিফট সোয়া ১২ টায় শুরু হয়ে বিকেল সোয়া ৫ টায় শেষ হবে। প্রতিষ্ঠান প্রধানের কর্মস্থল ত্যাগ করার ক্ষেত্রে অবশ্যই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসারকে অবহিত করতে হবে। কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে দায়িত্ব অর্পণ করে মুভমেন্ট রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতে হবে।
জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ বিভিন্ন সময়ে আকষ্মিক পরিদর্শন করবেন। পরিদর্শন কালে উক্ত নির্দেশনার ব্যতিক্রম পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, অনেক সময় শোনা যায়, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগে ছুটি দিয়ে দেন। ভবিষ্যতে যেন এ জেলার কোন প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগে ছুটি না দেয় সে জন্য সকলকে সতর্ক করে চিঠি করা হয়েছে।
এসএস/সবা
শিরোনাম
শিক্ষা প্রতিষ্ঠানে আকষ্মিক পরিদর্শনে অনুপস্থিত পেলে আইনগত ব্যবস্থা
-
নওগাঁ প্রতিনিধি - আপডেট সময় : ০৮:২৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- ।
- 207
জনপ্রিয় সংবাদ

























