০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন মানসিক প্রতিবন্ধী যুবক প্রদীপ সরকার (৪০)। মঙ্গলবার সকালে উপজেলার রাঁধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। নিহত প্রদীপ ওই গ্রামের মৃত ক্ষিতিস চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে ঘুম থেকে উঠে প্রদীপ বাড়ির পুকুরঘাটে দাঁত ব্রাশ করতে যান। তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন খুঁজতে খুঁজতে অস্থির হয়ে পড়েন। হঠাৎ পুকুরঘাটে পড়ে থাকা তার টুথ ব্রাশ চোখে পড়তেই সবার মনে শঙ্কা জাগে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে।

পরে গ্রামবাসী পুকুরে খোঁজ শুরু করে। সকাল ১০টার দিকে স্থানীয়রা জাল ফেলে পুকুর থেকে প্রদীপের নিথর দেহ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়।

অকস্মাৎ এ মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের একমাত্র ভরসা হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েন স্বজনরা।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, নিহত প্রদীপ মানসিক প্রতিবন্ধী ছিলেন। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ যেন এক নিস্তব্ধ ভোরে গ্রামবাসীর চোখে জল হয়ে ভেসে যাওয়া একটি প্রিয় মুখের চিরবিদায়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া

আপডেট সময় : ০৬:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন মানসিক প্রতিবন্ধী যুবক প্রদীপ সরকার (৪০)। মঙ্গলবার সকালে উপজেলার রাঁধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। নিহত প্রদীপ ওই গ্রামের মৃত ক্ষিতিস চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে ঘুম থেকে উঠে প্রদীপ বাড়ির পুকুরঘাটে দাঁত ব্রাশ করতে যান। তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন খুঁজতে খুঁজতে অস্থির হয়ে পড়েন। হঠাৎ পুকুরঘাটে পড়ে থাকা তার টুথ ব্রাশ চোখে পড়তেই সবার মনে শঙ্কা জাগে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে।

পরে গ্রামবাসী পুকুরে খোঁজ শুরু করে। সকাল ১০টার দিকে স্থানীয়রা জাল ফেলে পুকুর থেকে প্রদীপের নিথর দেহ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়।

অকস্মাৎ এ মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের একমাত্র ভরসা হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েন স্বজনরা।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, নিহত প্রদীপ মানসিক প্রতিবন্ধী ছিলেন। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ যেন এক নিস্তব্ধ ভোরে গ্রামবাসীর চোখে জল হয়ে ভেসে যাওয়া একটি প্রিয় মুখের চিরবিদায়।

এমআর/সবা